১) লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, মৃত ১৫ পাক রেঞ্জারভারত পাক আন্তর্জাতিক সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাকিস্তান ৷ আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখা বরাবর লাগাতার মর্টার ও গুলিবর্ষণ জারি রেখেছে পাক সেনা ৷ পাক সেনাকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনীও ৷ শুক্রবার ভারতের পাল্টা আক্রমণে নিহত হয়েছে ১৫জন পাক রেঞ্জার বলে BSF সূত্রে দাবি করা হয়েছে ৷
২) বক্স অফিসে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, সিনেমা হলে ছবি দেখানো নিয়ে বিরোধ !মুক্তি পেয়েছ করণ জহরের ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল ৷ আর ছবি মুক্তির পরও বিতর্ক পিছু না ছাড়েনি ৷ উরি হামলার পর মহারাষ্ট্র নবনির্মাণ সেনা স্পষ্টই জানিয়েছিলে, এই ছবিতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান থাকায় কিছুতেই এই ছবি রিলিজ পেতে দেওয়া হবে না এই দেশে ৷ এই নিয়ে বিতর্কের জল গড়িয়ে ছিল অনেক দূর শেষমেশ রীতিমতো মুচলেকা দিয়ে করণ জোহর ছবির মুক্তি নিশ্চিত করে ৷
৩)পাক হাইকমিশনের কর্মীকে বহিষ্কারের পাল্টা জবাব, বহিষ্কৃত ভারতীয় হাইকমিশনের কর্মী
চরবৃত্তির অভিযোগে পাক হাই কমিশনের কর্মীকে ভারত থেকে বহিষ্কারের পাল্টা জবাব দিল পাকিস্তান ৷ সীমান্তের ওপারে ভারতীয় হাইকমিশনের এক কর্মীকেও বহিষ্কার করল পাক সরকার ৷৪) ভারতে নিষিদ্ধ হতে চলেছে জাকির নায়েকের NGOবির্তকিত ধর্ম প্রচারক জাকির নায়েকের এনজিও সংস্থাকে খুব তাড়াতাড়িই নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র ৷ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে সন্ত্রাসে প্ররোচনা দেওয়ার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সেই মতো পদক্ষেপ নিতে খসড়া তৈরির কাজ সারছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷
৫) কলকাতা থেকে আটক আইএসআই সন্দেহভাজন, জেরার মিলল চাঞ্চল্যকর তথ্যআইএসআই গুপ্তচর সন্দেহে কলকাতা থেকে আটক ব্যক্তিকে নিয়ে নেপাল সীমান্তে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার দিল্লিতে ধৃত পাক হাইকমিশনের কর্মী মেহমুদ আখতারের দুই সহযোগীকে জেরা করেই খোঁজ মিলেছে এই ব্যক্তির ৷ এরপরই কলকাতা বিমানবন্দর থেকে চরবৃত্তির অভিযোগ ফয়জল নামের ওই ব্যক্তিকে আটক করা হয় ৷
৬) কলকাতা থেকে গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসারআইকার্ড। পুলিশের গাড়ি। বাড়ির নীচে গার্ড। কারও সন্দেহ হয়নি। সকলেই তাঁকে ঝাড়খণ্ড বোকারোর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেই চিনত। ভুল করেছিল পুলিশও। কসবা থানায় গিয়েও নিজেকে আইপিএস বলে পরিচয় দেন সৌমেন সূর্যবংশী। এভাবেই ধীরে ধীরে প্রতারণার জাল বিস্তার করেন সৌমেন। কিন্তু শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো আইপিএস।
৭) দীপাবলির আনন্দে জল ঢালতে পারে বৃষ্টিদীপাবলির প্রদীপে জল ঢালার সমস্ত ব্যবস্থাই করে ফেলেছে বৃষ্টি ৷ ঘূর্ণিঝড় কায়ান্ত-এর প্রভাব খুব দুর্বল হলেও বৃষ্টির সম্ভাবনা শেষ হচ্ছে না ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দিনভর ও শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে কলকাতায় ৷ অতএব, মহানগরের দীপাবলির আনন্দ মাটি করতে পারে বৃষ্টি ৷
৮) দিওয়ালিতে জওয়ানদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা বিরাটের !আমি, বিরাট কোহলি আমাদের দেশের জওয়ান ভাইদের জানাই শুভ দিপাবলী ! আমি জানি নিজের বাড়ি ও পরিবার ছেড়ে দুরে থাকাটা কতটা কঠিন ৷ আমার জওয়ান ভাইদের উদ্দেশ্যে তাই আমার একটাই বার্তা, বিশ্বাস করুন আমি এবং গোটা দেশ আপনাদের সঙ্গেই আছি ৷’’ দিওয়ালির আগে ট্যুইটারে জওয়ানদের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও পোস্ট করলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ৷
৯) ইভটিজিংয়ের অভিযোগ দায়ের করায় প্রহৃত নির্যাতিতা ছাত্রীপ্রথমে ইভটিজিং, পরে নিগ্রহ ৷ ইভটিজিংয়ের শিকার এক ছাত্রী অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় কপালে জুটল বেদম মার ৷ প্রতিবাদ করার অপরাধে ইভটিজারাই রাস্তায় ফেলে ব্যাপক মারধর করলেন নির্যাতিতাকে ৷ ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে ৷ নির্যাতিতার পরিবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে ৷
১০) চাকরির নামে তরুণীকে ধর্ষণের অভিযোগে ধৃত ৪ অভিযুক্তচাকরির টোপ দিয়ে বেনিয়ারপুকুরের হোটেলে ডেকে যুবতীকে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করল পুলিশ ৷ বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার বটতলা থানা এলাকা থেকে মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেফতার করে বেনিয়াপুকুর থানার তদন্তকারী আধিকারিকরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।