১) দিল্লির চাঁদনি চক এলাকায় বিস্ফোরণ, মৃত ১দিল্লিতে বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের ৷ আহত হয়েছে পাঁচজন ৷ মঙ্গলবার সকালে নয়াবাজারে বাজি তৈরির বারুদ থেকে বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ও অ্যান্টি টেরর উইংও ৷ বিস্তারিত পড়ুন...........
২) কাকা শিবপাল যাদবকে মন্ত্রিসভায় ফেরাচ্ছেন মুখ্যমন্ত্রী অখিলেশসূত্রের খবর, নিজের মন্ত্রীসভায় ফের কাকা শিবপাল যাদবকে ফিরিয়ে নিতে চলেছেন মুলায়ম পুত্র অখিলেশ যাদব ৷ সপা-র জেলা সম্পাদক শিবপাল যাদবের সঙ্গে সঙ্গে বহিষ্কৃত আরও তিন মন্ত্রীকেও মন্ত্রীসভায় ফিরিয়ে আনা হবে বলেই খবর ৷ বিস্তারিত পড়ুন...........
৩) পাকিস্তানের কোয়েট্টায় পুলিশ ট্রেনিং সেন্টারে জঙ্গি হামলা, মৃত কমপক্ষে ৬০
জঙ্গি হানার নিশানায় পাকিস্তানের কোয়েট্টা ৷ দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েট্টায় পুলিশ ট্রেনিং সেন্টারে আত্মঘাতী জঙ্গি হামলায় মৃত কমপক্ষে ৬০ জন পুলিশকর্মী ৷ কমপক্ষে ১০০ জন পুলিশকর্মী আহত ৷ পাক সেনার গুলিতে তিন জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বিস্তারিত পড়ুন...........৪) ডেবিট কার্ড জালিয়াতির তদন্তে ফরেন্সিক অডিটর, স্বল্পসংখ্যক কার্ডেই প্রতারণা জানাল রিজার্ভ ব্যাঙ্কএযাবৎকালের সবথেকে বড় জালিয়াতিকাণ্ডে তদন্তের ভার ফরেন্সিক অডিটরের হাতে তুলে দিল আরবিআই ৷ ডেবিট কার্ড জালিয়াতিতে যে সব ডেবিট কার্ডে এই প্রতারণার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখবে তদন্তকারীরা ৷ রিজার্ভ ব্যাঙ্কের দাবি, ঘটনায় অযথা আতঙ্ক ছড়িয়েছে ৷ অল্পসংখ্যক ডেবিট কার্ডের ক্ষেত্রেই এই প্রতারণার ঘটনা ঘটেছে ৷ বিস্তারিত পড়ুন...........
৫) ১৪ সদস্যের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে মঙ্গলবার দুপুরে অভিষেকের অস্ত্রোপচারদুর্ঘটনায় গুরুতর আহত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচার হচ্ছে মঙ্গলবারই ৷ আজ দুপুর সাড়ে ১২ টা নাগাদ শুরু হবে অভিষেকের বাঁ চোখের অরবিটাল ফ্লোর রিপেয়ারিং ৷ সোমবার রাতে যাবতীয় মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখে ১৪ সদস্যের মেডিক্যাল টিম অপারেশনের সিদ্ধান্ত নেয় ৷ বিস্তারিত পড়ুন...........
৬) ব্যাঙ্ক জালিয়াতির শিকার সুস্মিতা দাস, ব্যাঙ্কের ভূমিকাতেই উঠল প্রশ্নখোয়া যায়নি টাকা। ২০০৪ সাল থেকে অ্যাকাউন্টেই হোল্ডে রাখা রয়েছে। তেঘরিয়ায় স্কুলশিক্ষিকা সুস্মিতা দাসের বাড়ি গিয়ে এমনটাই জানান এসবিআই-এর বাগুইআটি ব্র্যাঞ্চের চিফ ম্যানেজার। কিন্তু কেন হোল্ড করা হল সাড়ে ৮২ হাজার টাকা? সে কথা অ্যাকাউন্ট হোল্ডারকে কেন জানায়নি ব্যাঙ্ক? উত্তর মেলেনি এইসব প্রশ্নের । বিস্তারিত পড়ুন...........
৭) নেতাজিনগরে ছাত্রীর আস্বাভাবিক মৃত্যু, খুন না আত্মহত্যা উঠছে প্রশ্নছাত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নেতাজিনগরে এলাকায় ৷ নারকেলবাগানের আবাসন চত্ত্বর মেয়েটির বাড়ির সামনে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ বিস্তারিত পড়ুন...........
৮) শহীদ বিএসএফ জওয়ানের শেষকৃত্য, পরিবারকে ক্ষতিপূরণ হরিয়ানার মুখ্যমন্ত্রীরপাক সেনার গুলিতে শহীদ বিএসএফ জওয়ানকে মঙ্গলবার গান স্যালুটে শ্রদ্ধা জানানো হয়। এদিন তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয় ৷ উপস্থিত ছিলেন বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল কে কে শর্মা। রবিাবার মধ্যরাতে জম্মু-কাশ্মীরের আর এস পুরা সীমান্ত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷ গুলির লড়াইয়ে মৃত্যু হয় বিএসএফ জওয়ান সুশীল কুমারের ৷ মৃত বিএসএফ জওয়ানের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ৷ বিস্তারিত পড়ুন...........
৯) রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কালীপুজোতেও মিলছে ছুটির ‘বোনাস’দুর্গাপুজো শেষ হয়েছে সপ্তাহ পেরিয়েছে ৷ উৎসব শেষের সঙ্গে সঙ্গে ছুটিও শেষ ৷ মনমরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুর্গাপুজোর পর এবার দীপাবলীতেও খুশির বোনাস ৷ বিস্তারিত পড়ুন...........
১০) শব্দবাজির বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশের ! আটক বেশ কয়েকজন বাজি বিক্রেতাশব্দবাজির বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ-প্রশাসন ৷ বারুইপুরের চম্পাহাটি - হাড়ালের বাজি বাজারে সোমবার একযোগে এই অভিযান চালিয়েছে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ,পুলিশ ও মহকুমা এবং ব্লক প্রশাসন৷ বারুইপুরের এসডিপিও অর্ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিশেষ অভিযানে প্রায় কুড়িটি দোকান ও বাজি ব্যবসায়ীদের গোডাউনে তল্লাশি চালিয়ে ১৭ হাজার চকোলেট, ১৪ হাজার দোদমা,৯০০ টি বিপদজ্জনক জেনারেটর শব্দবাজি আটক করা হয়েছে ৷ বিস্তারিত পড়ুন...........
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।