এই মুহূর্তের সেরা দশটি খবর

Last Updated:

এই মুহূর্তের সেরা দশটি খবর

১. দীর্ঘ প্রতীক্ষার অবসান, আজ সিঙ্গুরের কৃষিজমি ফেরৎ দেবে সরকার
দীর্ঘ ১০ বছরের  প্রতীক্ষার অবসান ৷ আজ কথা রাখার দিন সিঙ্গুরে ৷ প্রতিশ্রুতি পূরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কৃষকের হাতে জমি ফেরাবেন মুখ্যমন্ত্রী ৷ ফেরানো হবে ১০০ একর কৃষিজমি ৷ দুপুর ২টোয় গোপালনগরে পৌঁছবেন তিনি ৷ শিল্পের জমি চাষযোগ্য করেই জমি ফেরৎ দেওয়া হবে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কংক্রিটের নির্মাণ সরিয়ে চাষযোগ্য জমি ফিরিয়ে দেওয়া হবে ৷ সরিষা চাষ দিয়ে শুরু হবে কৃষিকাজ ৷  সরিষা বীজও তুলে দেওয়া হবে কৃষকদের হাতে ৷ কৃষিজমিতেই হয়েছে মূল অনুষ্ঠান মঞ্চ ৷ মূল মঞ্চের সঙ্গে আরও পাঁচটি মঞ্চ তৈরি করা হয়েছে ৷ সরকারি প্রক্রিয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এদিন ৷
advertisement
২. রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ১২ জন সরকারি আধিকারিককে বরখাস্ত কাশ্মীরে
advertisement
জম্মু কাশ্মীরের ১২ জন সরকারি আধিকারিককে বরখাস্ত করল মেহবুবা মুফতির সরকার ৷ দেশ-বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷  সূত্রের খবর, আরও ১০০ জন আধিকারিকের উপর নজরে রাখা হয়েছে ৷ আগামী দিনে আরও কয়েকজনকে বরখাস্ত করা হতে পারে ৷
advertisement
৩. ভারতে ব্লক করা হল ৩২ লক্ষ ডেবিট কার্ড: রিপোর্ট
প্রায় ৩২ লক্ষ গ্রাহকের ডেবিট কার্ড ব্লক করা হল ভারতে ৷ একটি সফটওয়্যারের মাধ্যমে ভারতের ব্যাঙ্ক থেকে চুরি হচ্ছে বহু অর্থনৈতিক তথ্য। হিতাচি পেমেন্ট সার্ভিস, যা এটিএম-এ ব্যবহার করা হয়, সেখানে ম্যালওয়্যার ব্যবহার করে প্রতারকরা ব্যাঙ্কের গ্রাহকদের সমস্ত গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে। এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকরা। ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ব্যাঙ্কে এসে নতুন কার্ড নিয়ে যাওয়ার আর্জি জানানো হয়েছে৷ পাশাপাশি নিজেদের সিকিউরিটি কোডও বদলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷
advertisement
৪. অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন চিকিৎসকেরা
অনেকটাই সুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের বাঁ-চোখের অরবিটাল ফ্লোরের হাড় ভেঙেছে। আঘাত লেগেছে ডান চোখেও। অরবিটাল ফ্লোরের হাড় ঠিক করতে সোমবার অস্ত্রোপচার হতে পারে। বাঁ চোখ থেকে কাঁচও বের করতে পেরেছেন চিকিৎসকরা। গালের ক্ষত সারাতে হতে পারে ম্যাক্সিলো ফেসিয়াল। তবে অভিষেকের মাথায় আঘাত না লাগায় অনেকটাই চিন্তামুক্ত চিকিৎসকরা।
advertisement
৫. ট্রেনে শিশুর মৃত্যু, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল পরিবারকে
কালাহান্ডি, বালেশ্বর, কানপুরের ঘটনায় দেশ জোড়া চাঞ্চল্যের পর এবার একই নির্মমতার ছবি দেখা গেল এরাজ্যে ৷ নিয়মের বেড়া জালে মৃত শিশুকে নিয়ে চরম হয়রানির শিকার হলেন প্রতিবেশী রাজ্য বিহারের বাসিন্দা একটি পরিবার।
৬. ছাত্র নিরুদ্দেশকে কেন্দ্র করে রাতভর ঘেরাও JNU-র উপাচার্য
advertisement
নিখোঁজ ছাত্রকে খুঁজে করার দাবিতে উত্তাল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ৷ বুধবার নাজিব আহমেদ নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এদিন বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে রাতভোর ১০০ জনেরও বেশি ছাত্র মিলে উপাচার্য, রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকদের ১৫ ঘণ্টা ঘেরাও করে রাখে।
৭. নিয়োগ বাতিলের অবসাদে সিভিক ভলান্টিয়ারের আত্মহত্যা
advertisement
চাকরি হারানোর আশঙ্কায় আত্মহত্যা করলেন একজন সিভিক ভলান্টিয়ার ৷ আত্মঘাতী ব্যক্তির নাম পিণ্টু দাস ৷ পরিবারের দাবি, হাইকোর্টের রায়ে সিভিক পুলিশের নিয়োগ বাতিল হওয়ার ঘোষণার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সিভিক পুলিশে কর্মরত পিণ্টু ৷
৮. নিয়োগ প্রক্রিয়া স্থগিত না হলেও অব্যাহত টেট মামলা
হাইকোর্টের রায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে আপাতত স্বস্তিতে রাজ্য সরকার ও চাকরিপ্রার্থীরা ৷ তবুও এখানেই শেষ হচ্ছে না টেট জটিলতা ৷ নিয়োগ সম্পূর্ণ হওয়ার পরও চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ আদালতের চুড়ান্ত রায়ের উপর নির্ভর করবে ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানি চলাকালীন এই কথাই জানাল হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ ৷
৯. ‘সুলতান’কে চ্যালেঞ্জ ছুড়ে আমিরের ‘দঙ্গল’ !
ফের কুস্তি নিয়ে বলিউডে ছবি ৷ তবে এবার গল্পটা একটু হলেও আলাদা ৷ ‘সুলতান’ ছবিতে মহিলা কুস্তিগীরের প্রেমে পড়ে, সলমনের সুলতান হয়ে ওঠা, আর আমিরের ‘দঙ্গল’-এ জেন্ডার ইকোয়েশনকে পাল্টে দিয়ে মহিলা কুস্তিগীর তৈরির গল্পই ! আর এই গল্পেই সলমনের ‘সুলতান’কে মাত দিতে চলেছেন আমির !
১০. ফের হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ
ফের হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ ৷ ঘোষণা না করেই হাওড়া-এনজেপি সুবিধা এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এই মুহূর্তের সেরা দশটি খবর
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement