এই মুহূর্তের সেরা দশটি খবর

এই মুহূর্তের সেরা দশটি খবর

  • Last Updated :
  • Share this:

    ১. আজ মহাঅষ্টমী, সকাল থেকেই অঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড়আজ মহাঅষ্টমী ৷ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দিতে মানুষের ভিড় ৷ দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন অষ্টমী । বাঙালির বাঁধ ভাঙা আবেগ আর উৎসবের উচ্ছ্বাসে দেবীপক্ষের সঙ্গে পুজো শুরু হয়ে গিয়েছে বহু আগেই ৷ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় সকাল থেকেই ঠাকুর দেখতে পড়েছে বহু মানুষ ৷ পুজো উদ্যোক্তাদের আশা, অষ্টমীর ভিড় সপ্তমীর ভিড় কেউ ছাপিয়ে যাবে।২. অভিনেতা রুদ্রনীল ঘোষের বাবার রহস্যমৃত্যুঅভিনেতা রুদ্রনীল ঘোষের বাবার রহস্যমৃত্যু ৷ পাঁশকুড়া লেভেল ক্রসিংয়ের সামনে থেকে তার দেহ পাওয়া যায় ৷ পঞ্চমী থেকে নিখোঁজ ছিলেন রুদ্রনীলের বাবা রবীন্দ্রনাথ ঘোষ ৷ ষষ্ঠীর দিন দেহ মিললেও পরিচয় জানা যায়নি ৷ শনিবার রাতে তাঁর দেহ শনাক্ত করে পরিবার ৷ তারপরই দেহ আনা হয় কলকাতায় ৷ ভোররাতে শেষকৃত্য সম্পন্ন হয় ৷৩. বাংলাদেশে পুলিশের গুলিতে নিহত ১১ সন্দেহভাজন জঙ্গি

    বাংলাদেশে পুলিশের গুলিতে নিহত কমপক্ষে ১১ মৌলবাদি জঙ্গি ৷ এদের মধ্যে একজন  নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা। শনিবার তিনটি বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিশ ৷ গাজিপুরের আফারখোলা এলাকায় একটি দোতলা বাড়িতে হানা দিয়ে খতম করা হয় সাত জঙ্গিকে ৷৪. আক্রান্ত হাবড়া GRP-র ওসিআক্রান্ত হাবড়া GRP-র ওসি ৷ মদ্যপদের হাতে আক্রান্ত প্রবীর বন্দ্যোপাধ্যায় ৷ পুজোয় গন্ডগোল থামাতে গিয়ে প্রহৃত ওসি ৷ স্টেশন চত্বরে GRP অফিসের সামনেই হামলা ৷৫. নিউটাউন সেতুতে দুর্ঘটনা, মৃত ২

    নিউটাউন সেতুতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২জনের ৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়ি ৷ দুর্ঘটনায় আহত আরও ২ ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ৷৬. সপ্তমীর রাতে শহরে বাইক দৌরাত্ম্য, আহত ৩মদ্যপ অবস্থায় রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা ঘটে ৷ লেকটাউন উড়ালপুলে বাইক উলটে আহত হয়েছেন ২ জন ৷ আহতরা ভর্তি বেসরকারি হাসপাতালে ৷ অন্য দুর্ঘটনাটি কেষ্টপুর উড়ালপুলের ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক উলটে আহত ১ ৷ আহত যুবক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ কারও মাথাতেই হেলমেট ছিল না ৷৭. বন্ধ হয়ে গেল চন্দননগরের গোদলপাড়া জুটমিলবন্ধ হয়ে গেল চন্দননগরের গোদলপাড়া জুটমিল ৷ সপনেশন অফ ওয়ার্কের নোটিস কর্তৃপক্ষের ৷ শ্রমিক-মালিক অসন্তোষের জেরে নোটিস ৷ কাজ হারালেন স্থায়ী-অস্থায়ী ৪ হাজার শ্রমিক ৷৮. পোলবায় যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারযুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ পোলবার বোরোপাচরকি গ্রামের ঘটনা ৷ অন্যত্র খুন করে দেহ ফেলে যায় দুষ্কৃতীরা ৷ প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷ দেহের পাশে মিলেছে রক্তমাখা জামা ৷ মৃতের পরিচয় জানার চেষ্টায় পুলিশ  ৷৯. অষ্টমীতে আরও ভারী বৃষ্টির সম্ভাবনাঅষ্টমীতে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ ২ মেদিনীপুর-সহ গাঙ্গেয় উপকূলে বৃষ্টি হবে ৷ ওড়িশা, বাংলায় ঘুর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ৷ ঘুর্ণাবর্তটি ওড়িশার দিকে যাচ্ছে ৷ তার জেরে বৃষ্টি বাংলায় ৷ মেঘ ঢোকার প্রক্রিয়া রাজ্যে বেশি থাকবে খবর আবহাওয়া দফতর সূত্রে ৷১০. হাওড়া প‍‍ঞ্চাননতলায় কুমারী পুজোহাওড়া প‍‍ঞ্চাননতলায় কুমারী পুজো ৷ ৫ বছরের ঐশানি চট্টোপাধ্যায় উমা রূপে পূজিতা  ৷ ঐশানির বাবার নাম রাজা চট্টোপাধ্যায় ৷সকালে মন্দিরে মহাসন

    First published:

    Tags: Bengali News, Best Top 10 News Of The Moment, Big Top Ten News Of The Moment, ETV News Bangla, Top Ten News