আজ কলকাতায় আসছেন রাষ্ট্রপতি
Last Updated:
আজ কলকাতায় আসছেন রাষ্ট্রপতি
#কলকাতা: আজ প্রথমবার কলকাতায় আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বেলা বারোটায় দমদম বিমানবন্দরে নামবেন রাষ্ট্রপতি। তাঁকে অভ্যর্থনা জানাবেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। দুপুর একটায় নেতাজি ইনডোরে নতুন রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর রাজভবনে যাবেন কোবিন্দ। বিকেলে বণিকসভার অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধেয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও এলগিন রোডে নেতাজি সুভাষ চন্দ্র বোসের বাড়িতে যাবেন তিনি। রাতে রাজভবনে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। বুধবার সকালে প্রথমে বসুবিজ্ঞান মন্দির, পরে বেলুড়মঠ যাবেন রামনাথ কোবিন্দ। ওইদিনই আইজল ফিরে যাওয়ার কথা তাঁর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 28, 2017 8:55 AM IST