রাজ্যজুড়ে লোকনাথ ব্রহ্মচারীর ১২৮তম তিরোধান দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে
Last Updated:
লোকনাথ ব্রহ্মচারীর ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও ভক্তি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে তাঁর তিরোধান দিবস ৷ ১৭৩০ সালে তাঁর জন্ম হয়েছিল বসিরহাটের চাকলায় ৷ প্রায় ২৬ বছর বসবাস করেছিলেন বারদীতে অধুনা বাংলাদেশে অবস্থিত ৷ লোকনাথ ব্রহ্মচারী আসলে পরিচিত বাবা লোকনাথ নামেই ৷
#কলকাতা: লোকনাথ ব্রহ্মচারীর ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও ভক্তি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে তাঁর তিরোধান দিবস ৷ ১৭৩০ সালে তাঁর জন্ম হয়েছিল বসিরহাটের চাকলায় ৷ প্রায় ২৬ বছর বসবাস করেছিলেন বারদীতে অধুনা বাংলাদেশে অবস্থিত ৷ লোকনাথ ব্রহ্মচারী আসলে পরিচিত বাবা লোকনাথ নামেই ৷ তাঁর অগণিত ভক্ত জীবনের চলার পথ মসৃণ করতেই বেছে নিয়েছেন তাঁর দেখানো পথই ৷
কঠোর জীবন যাপন পদ্ধতিই তাঁকে সুদৃঢ় মানসিকতাতে পরিণত করেছিল ৷ কথিত আছে সকলের বাবা লোকনাথ নাকি মহাদেবের অবতার ৷ তাঁর এক মহান বাণী রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব ৷ এই অভয়বাণী যেন মানুষের কাছে এক বিশাল শক্তির সঞ্চার ঘটিয়েছে ৷
ভক্তরা তাঁদের বাবা লোকনাথকে পুজো দেন মিছরি ও অমৃতি দিয়েই ৷ ভক্তদেরবৃন্দকে তিনি সব সময়েই বলতেন মনের ভেতরটা মিছরির মত মিষ্টি ফুলের মত সুগন্ধি করে করে তুলতে ৷ সর্বোপরি মানুষের সেবায় জীবন অতিবাহিত করা কথাই বলেছেন বারবার ৷
advertisement
advertisement
আজ তাঁর ১২৮ তম তিরোধান দিবসে কলকাতা সহ সারা রাজ্য এমন কী সারা দেশেও বিভিন্ন প্রান্তের ভক্ত কাতারে কাতারে একত্রিত হয়েছেন ৷ সময়ের কাল স্রোতে গা না ভাসিয়েও হয়েছেন কালজয়ী ৷ আসমুদ্র হিমাচল ব্যাপ্তিই বারবার প্রমাণ করে তাঁর মহত্ব ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2018 6:08 PM IST