ফের বিক্রমের গাড়ির ফরেনসিক পরীক্ষা
Last Updated:
প্রশ্নগুলির উত্তর জানতে বৃহস্পতিবার ফের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ির ফরেনসিক পরীক্ষা করা হল ৷
#কলকাতা: বেপরোয়া গতি নাকি গাড়ির খুঁত, নাকি লেক মলের সামনের দুর্ঘটনার পিছনে লুকিয়ে অন্য কোনও কারণ? এই প্রশ্নগুলির উত্তর জানতে বৃহস্পতিবার ফের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ির ফরেনসিক পরীক্ষা করা হল ৷
মডেল - টয়োটা করোলা,নম্বর - WB 12C 9755 ৷ এই নিয়ে তৃতীয়বারের জন্য দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি ফরেনসিক পরীক্ষার মুখোমুখি ৷ এদিন গাড়ির যন্ত্রাংশ পরীক্ষার জন্য টালিগঞ্জ থানায় আসে ফরেনসিক দল ৷ উপস্থিত ছিলেন গাড়ি প্রস্তুতকারী সংস্থার তিনজন বিশেষজ্ঞ ৷
গত ২৯ এপ্রিল ভোররাতে লেকমলের সামনে দুর্ঘটনায় পড়ে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সহআরোহী মডেল-অ্যাঙ্কর সোনিকা সিং চৌহানের ৷ আহত হন বিক্রমও ৷
advertisement
advertisement
দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ ৷ জেরায় বিক্রমের দাবি, ট্রামলাইনে চাকা পিছলেই এই দুর্ঘটনা ৷ কিন্তু অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মদ্যপানের পর গাড়ি চালাচ্ছিলেন তিনি ৷ জিজ্ঞাসাবাদেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি বিক্রমের, ‘মদ্যপান করলেও মাতাল হইনি’ ৷
মৃত্যুর ১১ দিন পরও সোনিকা-বিক্রমের গাড়ি দুর্ঘটনা ঘিরে বহু প্রশ্ন। গত ২৯ এপ্রিল পার্টিতে উপস্থিত বিক্রম-সোনিকার বন্ধুদের কথায় ধোঁয়াশা আরও বাড়ছে। প্রশ্ন উঠছে, গাফিলতি ঢাকতে কি পুলিশকে মিথ্যে বলেছেন বিক্রম? সাংবাদিক সম্মেলনেও তাঁর দাবি ঘিরে বহু প্রশ্ন।
advertisement
বিক্রমের বয়ানের সঙ্গে তথ্য মিলিয়ে দেখতেই এদিন ফের গাড়ির ফরেনসিক পরীক্ষা করেন বিশেষজ্ঞরা ৷ গাড়ির কিছু যন্ত্রাংশ খুলে নিয়ে যান তাঁরা ৷ পরীক্ষার জন্য খুলে নেওয়া হয় গাড়ির ইভেন্ট রেকর্ডার ৷ দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ কত ছিল? স্টিয়ারিং লক হয়ে গিয়েছিল কিনা এসবই আবার খতিয়ে দেখবেন তদন্তকারীরা ৷ সহায়তা করবেন গাড়ি প্রস্তুতকারী সংস্থার বিশেষজ্ঞরাও ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2017 12:30 PM IST