TMCP Foundation Day: ছাত্র সমাবেশের মঞ্চ থেকে সাংগঠনিক বার্তা দিতে পারেন মমতা-অভিষেক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
আরজি কর ইস্যুতে দলের অবস্থান নিয়ে মুখ খুলতে পারেন শীর্ষ নেতৃত্ব ৷
আবীর ঘোষাল, কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে একাধিক ছাত্র সংগঠন। শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে একাংশকে। এই অবস্থায় আজ, বুধবার ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ (TMCP Foundation Day)। ছাত্র সংগঠনের উদ্দেশ্যে এই সময়ে দাঁড়িয়ে মমতা-অভিষেক কী বার্তা দেন সেদিকে নজর সকলের। দীর্ঘদিন ধরে আটকে থাকা ছাত্র সংসদের নির্বাচন নিয়েও কী বার্তা দেন তাঁরা, সেদিকেও নজর থাকবে সকলের।
আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। বিভিন্ন ছাত্র সংগঠনের তরফে উপস্থিতি প্রতিদিন রাস্তায়। শাসক দলের বিরোধিতা করে প্রতিদিন রাস্তায় নামছে বাম-বিজেপি ছাত্র সংগঠন। এরই মধ্যে গতকাল, মঙ্গলবার ২৭ তারিখ রাস্তায় নামার ডাক দিয়েছিল ‘ছাত্র সমাজ’। এই অবস্থায় আজ, বুধবার ২৮ তারিখ সমাবেশে ছাত্র সমাজকে উদ্দেশ্য করে মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা রাখেন, সেটাই নজরে সকলের।
advertisement
advertisement
দলের অন্দরে খবর, ছাত্র বা যুবদের আগামী দিনের জন্য তৈরি করার কথা বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে যুবদের একাংশের দলে নীরবতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এই অবস্থায় এই অস্থির পরিস্থিতি মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সমাজের উদ্দেশ্যে বার্তা রাখতে পারেন। দীর্ঘদিন ধরেই বিরোধী দলের অভিযোগ যে ছাত্র সংসদের নির্বাচন আটকে। এই অবস্থায় ২৮ অগাস্টের মঞ্চ থেকে কলেজ ভোট নিয়ে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া পুরনো-নতুন দূরত্ব মিটিয়ে এই অবস্থার মোকাবিলার বার্তা শীর্ষ নেতৃত্ব দিতে পারেন।
advertisement
ইতিমধ্যেই এই ছাত্র সমাবেশ উপলক্ষ্যে আলাদা গান প্রকাশ করেছে তৃণমূল। সেখানে মমতা-অভিষেকের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির বহুল ব্যবহার হয়েছে। এ ছাড়া একটা বই প্রকাশ হচ্ছে। সেখানে তৃণমূলের ছাত্র নেতাদের লেখা প্রকাশ হয়েছে। এবারের ছাত্র সমাবেশ উপলক্ষ্যে তৃণমূল একাধিক জেলায় প্রস্তুতি বৈঠক করেছে। তাদের দাবি, রেকর্ড জমায়েত হবে।
advertisement
তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য আর জি কর ইস্যুতে বিরোধীরা প্রতিদিন রাজনৈতিক আক্রমণ শানাচ্ছে শাসক দলকে। তার জবাব ছাত্র সমাবেশের মঞ্চ থেকেই দিতে পারেন মমতা-অভিষেক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2024 8:29 AM IST