TMC: '৫০ বছরে, বাংলার ঘরে ঘরে...'! নারীদের স্বাস্থ্য-শিক্ষা-সুরক্ষার উন্নয়নে প্রকল্পের পর প্রকল্প, তৃণমূলের অন্দরের বড় খবর
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
TMC Women's Day 2025: নারী দিবসের ৫০ বছরে 'দিদি বাংলার ঘরে ঘরে…', এবার এই স্লোগানকে সামনে রেখে ময়দানে তৃণমূল। শনিবার বিকেল চারটে নাগাদ রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে এ বছরের পদযাত্রা।
কলকাতাঃ প্রতিবছরই বিশ্ব নারী দিবসে এক বিশেষ পদযাত্রার আয়োজন করে তৃণমূল মহিলা কংগ্রেস। একাধিকবার অংশ নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবসের ৫০ বছরে ‘দিদি বাংলার ঘরে ঘরে…’, এবার এই স্লোগানকে সামনে রেখে ময়দানে তৃণমূল। শনিবার বিকেল চারটে নাগাদ রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে এ বছরের পদযাত্রা। এ ছাড়াও জেলায় জেলায় কর্মসূচি নিচ্ছে শাসক দলের মহিলা সংগঠন।
মহিলা ভোট তৃণমূলকে বিপুল সমর্থন দিয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে মহিলাদের সামাজিক পরিষেবা ইস্যুকে সামনে রেখেই কর্মসূচি তৃণমূলের। বঙ্গ বিধানসভা ভোটের আবহে এই পদযাত্রা একটা আলাদা রাজনৈতিক তাৎপর্য বহন করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের বহু মহিলারই ‘কাছের মানুষ’। আর এই মহিলা ভোট যে তৃণমূলের একটা বড় ভরসা, সে কথা বলাই বাহুল্য।
advertisement
আরও পড়ুনঃ ১ চামচে সাদা চুল ‘কয়লা’র মতো কুচকুচে কালো…! হেঁসেলের সস্তার ‘এই’ মশলাই করবে ‘ম্যাজিক’! শুধু জানুন ব্যবহার
লক্ষ্মীর ভাণ্ডার থেকে, রূপশ্রী, কন্যাশ্রী। মহিলাদের জন্য একের পর এক প্রকল্প তৃণমূলের অন্যতম হাতিয়ার। আন্তর্জাতিক মহিলা দিবসেও তাই রাজ্যের মহিলাদের কাছাকাছি পৌঁছনোর বিশেষ কর্মসূচি নিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল। টার্গেট মহিলা ভোট৷ রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরিতে বিশেষ দিনটিকেই বেছে নিয়েছে তৃণমূল।
advertisement
advertisement

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় নারী সুরক্ষা এবং নারী উন্নয়নে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, এই কর্মসূচিতে সেই বিষয়টিও তুলে ধরার কথা তাঁদের। নারীশক্তিকে সামনে রেখেই এবারের ভোটযুদ্ধে নামতে চায় তৃণমূল। দলের সমস্ত নির্বাচনী প্রচারে এগিয়ে রাখা হচ্ছে মহিলা সদস্যদেরই। কারণ, দলের মূল চালিকা শক্তিই নারী।
advertisement
আরও পড়ুনঃ জাস্ট ম্যাজিক…! গরমের ক’দিন খান এই ‘কাঁচা’ ফল! ঝলমলিয়ে উঠবে ত্বক! বয়সের কাঁটা ঘুরবে বিপরীতে
সকলের ‘কাছের মানুষ’, ‘জননেত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের এক বছর আগে মহিলা মহলে জনসংযোগের জন্য এই দিনটির পূর্ণ সদ্ব্যবহার করবেন রাজ্যের শাসক দলের মহিলা সংগঠন এমনই ধারণা ওয়াকিবহাল মহলের। ইতিমধ্যেই একাধিক কর্মসূচি গ্রহণ করে ময়দানে নেমেছে শাসক দল। আজ শনিবার জনসংযোগে আরও এক ধাপ এগোতে চাইছে শাসক দল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2025 9:12 AM IST