সমর্থকদের বলব, যেখানে সুকান্ত যাবেন, সেখানেই বিক্ষোভ দেখাতে, বললেন সৌগত রায়

Last Updated:

সুকান্তর বিরুদ্ধে আইনানুগ ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি।

সৌগত রায়ের ফাইল ছবি
সৌগত রায়ের ফাইল ছবি
#কলকাতা: সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলে সাংসদ সৌগত রায়। যেখানেই সুকান্ত মজুমদার যাবেন, সেখানেই তৃণমূল কর্মীদের বিক্ষোভ করার নির্দেশ দিলেন তিনি। শুধু তাই নয়, সুকান্তর বিরুদ্ধে আইনানুগ ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি। তিনি সংবাদমাধ্যমে বললে, "সুকান্ত মজুমদারকে এত দিন অপরিণত রাজনীতিবিদ ভাবতাম আমরা। কিন্তু উনি এখন যে সব ভাষা ব্যবহার করছেন, যে সব কথা বলছেন তাতে আমাদের ওঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। উনি চোর বলছেন আমাদের দলকে। এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। না হলে দলের ছেলেদের বলব, যেখানে সুকান্ত মজুমদার যাবেন সেখানেই গিয়ে বিক্ষোভ দেখাতে।"
পার্থ চট্টোপাধ্য়ায়, অনুব্রত মণ্ডলের গ্রেফতারিকে কেন্দ্র করে বার বার তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে সুকান্তকে। একাধিক দলীয় অনুষ্ঠান ও প্রচার মঞ্চ থেকে তিনি তৃণমূলকে মেঠো ভাষায় আক্রমণ করেছেন সুকান্ত। তা নিয়েই সৌগতর মন্তব্য়, "সুকান্তকে বিজেপি ওপর থেকে বসিয়ে দিয়েছে। ওকে সরিয়ে নেবে। অনেক কষ্ট করে তৃণমূল কংগ্রেস তৈরি। এর পর ওঁর বিরুদ্ধে হয় আইনত ব্যবস্থা নিতে হবে। নয় তো কর্মীদের বলব বিক্ষোভ দেখাতে।"
advertisement
advertisement
আরও পড়ুন: তদন্তে সহযোগিতা করছেন না, হেফাজতে চাইবে সিবিআই? আজ ফের আদালতে অনুব্রত
এর আগেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তৃণমূলকে। শুধু তৃণমূল নয়, সম্প্রতি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা নিয়ে মুখ খুলেছে আপ-সহ সব বিরোধী দল। সেই প্রসঙ্গ টেনে সৌহত বলেন, "ওর মূর্খতা, অজ্ঞানতা দেখাচ্ছেন। মমতা বন্দোপাধ্যায় ইউনেস্কোতে গিয়ে পুরস্কার নিয়েছেন৷ আবারও পাবেন। মণীশ সিসোদিয়া পুরস্কার পেয়েছেন৷ তাই তার বিরুদ্ধে রাগ।" অনুব্রত প্রসঙ্গে সৌগতর উক্তি, "এখন বিষয়টি আদালতের অধীনে আছে। দেখা যাক কী হয়? অনুব্রত মণ্ডলের গাড়ি সেটা আইনত প্রমাণিত নয়৷ এর মালিকানা অনুব্রতের নয়৷ বড় করে টিভিতে দেখালেই অনুব্রত দোষী নাকি? এটাকে মিডিয়া ট্রায়াল বা ক্যাঙ্গারু কোর্ট বলে। এটা ঠিক হচ্ছে না।"
advertisement
আবীর ঘোষাল
বাংলা খবর/ খবর/কলকাতা/
সমর্থকদের বলব, যেখানে সুকান্ত যাবেন, সেখানেই বিক্ষোভ দেখাতে, বললেন সৌগত রায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement