Bhabanipur bypoll| সকাল থেকেই বুথমুখী ভোটাররা, পথে নামলেন ওয়ার্ড কো-অর্ডিনেটররা

Last Updated:

Bhabanipur bypoll| সকাল থেকেই ময়দান চষছেন তৃণমূলের ভোট কো অর্ডিনেটাররা।

সকাল সকাল ভোট দিতে এসছেন প্রৌঢ়রা। ছবি-নির্বাচন কমিশনের ট্যুইটার
সকাল সকাল ভোট দিতে এসছেন প্রৌঢ়রা। ছবি-নির্বাচন কমিশনের ট্যুইটার
#কলকাতা: ২০২১ এর বাংলার নির্বাচন যে উত্তেজনা নিয়ে শুরু হয়েছিল ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন সেই উত্তেজনা বহাল রাখল। উৎসবের মরসুমে রাজ্যের অন্যতম এই হাই প্রোফাইল কেন্দ্রের উপনির্বাচন ঘিরে যে রাজনৈতিক চাপানউতোর জারি থাকল। বোঝা দায় এটি নিছকই একটি উপনির্বাচন নাকি এটি মহারণ (Bhabanipur bypoll)। আলোচনার ভরকেন্দ্র অবশ্যই ঘরের মেয়ে,  কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  আজ ভোটের ময়দানে নেমে তৃণমূল চাইছে, গোটা ভবানীপুর ভোট দিক, সেই লক্ষ্যেই সকাল থেকে ভোটময়দান চষছেন কো অর্ডিনেটাররা।
সাম্প্রতিক সময়ে, বিশেষ করে বিগত ১০ বছরে ভবানীপুর কেন্দ্রের ভোটের ফল যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে ২০১৪ সালের লোকসভা নির্বাচন ছাড়া, প্রতি ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এগিয়ে ছিল। ২০১১ সালের বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন সুব্রত বক্সী। তিনি সেই বার জয়লাভ করেছিলেন ৪৯৯৩৬ ভোটে। ২০১১ সালে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয় লাভ করেন ৫৪২১৩ ভোটে।
advertisement
২০১৪ সালে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী তথাগত রায় এগিয়ে ছিলেন ১৮৫ ভোটে। তার দুই বছর পরে ২০১৬ সালে বিধানসভা ভোটে মমতা বন্দোপাধ্যায় ভবানীপুর আসন থেকে জেতেন ২৫৩০১ ভোটে। ২০১৯ এর লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী মালা রায় এগিয়ে ছিলেন ৩১৬৮ ভোটে। ২০২১ এর বিধানসভা ভোটে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮৭১৯ ভোটে।
advertisement
advertisement
চলতি বিধানসভা উপনির্বাচনে (Bhabanipur bypoll) অবশ্য তৃণমূল কংগ্রেসের টার্গেট জয়ের মার্জিন বাড়িয়ে নেওয়া। আর সেই কারণেই কত সংখ্যক ভোট দান হচ্ছে সেদিকেই নজর শাসক দলের।সকাল থেকে অবশ্য ওয়ার্ড কো-অর্ডিনেটরদের দেখা যাচ্ছে নিজের এলাকার বিভিন্ন বুথে৷ এমনকি কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম নিজেও বিভিন্ন জায়গায় দেখেছেন। প্রচার পর্বের শেষ এক সপ্তাহ জুড়ে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি বা ওয়ার্ড ভিত্তিক প্রচারের চেয়েও বেশি করে ভোটারদের ভোটমুখী করার প্রচার চালিয়েছিল। এমনকি খোদ দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় নিজেও ভোটের প্রচারে গিয়ে ভোটারদের ভোট দিতে আসার আহ্বান জানিয়েছিলেন।
advertisement
৭৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রতন মালাকার জানাচ্ছিলেন, "সকাল থেকে যে লাইন দেখা যাচ্ছে (Bhabanipur bypoll)। তাতে মানুষ ভোটগ্রহণ কেন্দ্রমুখী হচ্ছে। এটা চলতে থাকলে মার্জিন বাড়বে আমাদের।" অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, "মানুষ নিজে থেকেই ভোট দিতে বেরোচ্ছেন।" ফলে ভোটারদের বুথমুখী হওয়ায় খুশি দুই শিবির।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhabanipur bypoll| সকাল থেকেই বুথমুখী ভোটাররা, পথে নামলেন ওয়ার্ড কো-অর্ডিনেটররা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement