Bhabanipur Bypoll Mamata Banerjee| 'ভোটটা দেবেন কিন্তু', প্রার্থী মমতার প্রচারে তৃণমূলের ছোট্ট তুক

Last Updated:

Bhabanipur Bypoll Mamata Banerjee| উপনির্বাচনে ইভিএম পরীক্ষায় সতর্কতা ও নজরদারির নির্দেশ তৃণমূলের শীর্ষ স্তরের।

ভবানীপুরের প্রচারে যে কৌশল নিচ্ছে তৃণমূল।
ভবানীপুরের প্রচারে যে কৌশল নিচ্ছে তৃণমূল।
#কলকাতা:  প্রচারের সব অস্ত্র প্রয়োগ হয়েছে। গত কয়েক দিন ধরেই চলছে ওয়ার্ড ভিত্তিক প্রচার। প্রচারের শেষ সপ্তাহে এসে তৃণমূলের নজরে ভোটারদের ভোটকেন্দ্রমুখী করা। তাই প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের সুবিধা আর বিবরণ দেওয়ার পাশাপাশি চলছে মনে করিয়ে দেওয়া ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন (Bhabanipur Bypoll Mamata Banerjee)। ওই দিনে ভোট দিতে যেতে হবে সকলকে।
ভবানীপুরের আট ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল আট তৃণমূল নেতাকে (Bhabanipur Bypoll Mamata Banerjee)। সেই আট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতারাই  এখন বোঝাতে শুরু করে দিয়েছেন, সকলেই যেন ভোটের দিন ভোট দিয়ে যান। ভবানীপুর উপনির্বাচনের দায়িত্ব পালন করছেন ফিরহাদ হাকিম। মুলত ভোটের দেখাশোনা করছেন তিনিই। তিনি বলছেন, "ভোটের দিন পড়েছে সপ্তাহে কাজের দিনের মধ্যে। ফলে কর্মস্থলে যাওয়া সামলে মানুষ যেন ভোট দিতে আসে সেটাই নিশ্চিত করা আমাদের কাজ। সাধারণত উপ নির্বাচনগুলিতে ভোটদানের হার অনেক কমে যায়। এবার সেটা করা যাবে না। জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত। কিন্তু  মার্জিন আমাদের বাড়াতে হবে।"
advertisement
advertisement
ফলে ছোট ছোট পথ সভা চলতে থাকলেও তৃণমূলের আসল লক্ষ্য ভোটারদের ভোটকেন্দ্র মুখী করা।অন্যদিকে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন নিয়ে অত্যন্ত সাবধানী তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে মক পোল বা EVM পরীক্ষার কাজ। যারা বুথে ভোটের দিন ও কাউন্টিং এজেন্ট হিসাবে দায়িত্বে আছেন তাদের প্রত্যেককে কড়া নজরদারি এবং সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ দিন ধরে চলবে এই মক পোল। সব ইভিএম পরীক্ষা ও সিল করার নির্দেশ দেওয়া হয়েছে তারপরে।
advertisement
প্রসঙ্গত, নন্দীগ্রামের ভোট নিয়ে ইতিমধ্যেই একাধিক অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুরের প্রচার শুরুর দিনেই অহীন্দ্র মঞ্চে মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন, "নন্দীগ্রামে একটা বুথে ৫০০ ভোটার, কিন্তু ভোট পড়েছে হাজার। ভিভিপ্যাট গোনা হয়নি। মেশিন ভেঙে দেওয়া হয়েছে। আমাকে হারাতে একটা প্ল্যানিং করা হয়েছিল।" তাই মক পোল বা ইভিএম পরীক্ষা করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhabanipur Bypoll Mamata Banerjee| 'ভোটটা দেবেন কিন্তু', প্রার্থী মমতার প্রচারে তৃণমূলের ছোট্ট তুক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement