TMC slogan for Bhawanipore: 'ভবানীপুর নিজের মেয়েকেই চায়', ঘরের মেয়েকে জেতাতে স্লোগান তৈরি তৃণমূলের

Last Updated:

রাজ্যের নিরিখে স্লোগান ছিল 'বাংলা নিজের মেয়েকে চায়'৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের কেন্দ্রে সেই স্লোগান বদলে হচ্ছে 'ভবানীপুর নিজের মেয়েকেই চায়' TMC slogan for (Bhawanipore)৷

#কলকাতা: 'বাংলা নিজের মেয়েকে চায়'৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিধানসভা নির্বাচনে এই স্লোগানেই বাজিমাত করেছিল তৃণমূল কংগ্রেস৷ এবার ভবানীপুরের উপনির্বাচনেও এই চেনা স্লোগানকেই সামান্য বদলে মানুষের কাছে যাচ্ছে রাজ্যের শাসক দল৷
রাজ্যের নিরিখে স্লোগান ছিল 'বাংলা নিজের মেয়েকে চায়'৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের কেন্দ্রে সেই স্লোগান বদলে হচ্ছে 'ভবানীপুর নিজের মেয়েকেই চায়'৷
যে কোনওদিন উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, এটা বুঝেই যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছিল তৃণমূল কংগ্রেস৷ আজ নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণার পরই তা স্পষ্ট৷ ভোটের দিন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা বড় বড় ব্যানারে ছেয়ে যায় ভবানীপুর এলাকা৷ একই সঙ্গে সামনে এসেছে ভবানীপুর নিজের মেয়েকে চায় লেখা স্লোগানও৷ এর পাশাপাশি বাংলার ভবানীপুর, ভবানীপুরের মমতা স্লোগান লেখা ব্যানারও চোখে পড়েছে৷
advertisement
advertisement
নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার পরেও সংবিধান মেনেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি৷ নিয়ম অনুযায়ী, শপথ গ্রহণের ছ' মাসের মধ্যে মুখ্যমন্ত্রীকে কোনও একটি আসন থেকে জিতে আসতে হত৷ মুখ্যমন্ত্রী যে ভবানীপুর থেকেই প্রার্থী হবেন, তা অনেক দিন আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল৷ ভবানীপুরে জিতেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ ফলে তৃণমূলের তরফে প্রস্তুতি নেওয়াই ছিল৷ নাম ঘোষণা হতেই তাই জোর কদমে প্রচারে নেমে পড়েছে শাসক দল৷ প্রার্থীর নাম যে মমতা বন্দোপাধ্যায়! তাই গোটা দেশের নজরও এখন ভবানীপুরের দিকে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC slogan for Bhawanipore: 'ভবানীপুর নিজের মেয়েকেই চায়', ঘরের মেয়েকে জেতাতে স্লোগান তৈরি তৃণমূলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement