TMC slogan for Bhawanipore: 'ভবানীপুর নিজের মেয়েকেই চায়', ঘরের মেয়েকে জেতাতে স্লোগান তৈরি তৃণমূলের

Last Updated:

রাজ্যের নিরিখে স্লোগান ছিল 'বাংলা নিজের মেয়েকে চায়'৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের কেন্দ্রে সেই স্লোগান বদলে হচ্ছে 'ভবানীপুর নিজের মেয়েকেই চায়' TMC slogan for (Bhawanipore)৷

#কলকাতা: 'বাংলা নিজের মেয়েকে চায়'৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিধানসভা নির্বাচনে এই স্লোগানেই বাজিমাত করেছিল তৃণমূল কংগ্রেস৷ এবার ভবানীপুরের উপনির্বাচনেও এই চেনা স্লোগানকেই সামান্য বদলে মানুষের কাছে যাচ্ছে রাজ্যের শাসক দল৷
রাজ্যের নিরিখে স্লোগান ছিল 'বাংলা নিজের মেয়েকে চায়'৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের কেন্দ্রে সেই স্লোগান বদলে হচ্ছে 'ভবানীপুর নিজের মেয়েকেই চায়'৷
যে কোনওদিন উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, এটা বুঝেই যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছিল তৃণমূল কংগ্রেস৷ আজ নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণার পরই তা স্পষ্ট৷ ভোটের দিন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা বড় বড় ব্যানারে ছেয়ে যায় ভবানীপুর এলাকা৷ একই সঙ্গে সামনে এসেছে ভবানীপুর নিজের মেয়েকে চায় লেখা স্লোগানও৷ এর পাশাপাশি বাংলার ভবানীপুর, ভবানীপুরের মমতা স্লোগান লেখা ব্যানারও চোখে পড়েছে৷
advertisement
advertisement
নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার পরেও সংবিধান মেনেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি৷ নিয়ম অনুযায়ী, শপথ গ্রহণের ছ' মাসের মধ্যে মুখ্যমন্ত্রীকে কোনও একটি আসন থেকে জিতে আসতে হত৷ মুখ্যমন্ত্রী যে ভবানীপুর থেকেই প্রার্থী হবেন, তা অনেক দিন আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল৷ ভবানীপুরে জিতেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ ফলে তৃণমূলের তরফে প্রস্তুতি নেওয়াই ছিল৷ নাম ঘোষণা হতেই তাই জোর কদমে প্রচারে নেমে পড়েছে শাসক দল৷ প্রার্থীর নাম যে মমতা বন্দোপাধ্যায়! তাই গোটা দেশের নজরও এখন ভবানীপুরের দিকে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC slogan for Bhawanipore: 'ভবানীপুর নিজের মেয়েকেই চায়', ঘরের মেয়েকে জেতাতে স্লোগান তৈরি তৃণমূলের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement