বাংলায় বিজেপি হিংসা ছড়াচ্ছে, পাল্টা অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূল

Last Updated:

এ দিন সকাল ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাংলায় বিজেপি বিরুদ্ধে অভিযোগা জানাবে রাজ্যের শাসকদল৷ তৃণমূলের তরফে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন৷

#কলকাতা: রাজ্যে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হিংসা ছড়ানোর অভিযোগ নিয়ে আগামিকাল অর্থাত্‍ বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ এ দিন সকাল ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাংলায় বিজেপি বিরুদ্ধে অভিযোগা জানাবে রাজ্যের শাসকদল৷ তৃণমূলের তরফে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন৷
বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতর অব্যাহত। বিজেপি এই ঘটনাকে হত্যা বলেই আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে৷ এমনকী দেবেন্দ্রনাথ রায়ের দেহের ময়না তদন্তের খবরও "সাজানো " বলেও দাবি করেছে বিজেপি। প্রসঙ্গত, দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর তদন্ত করছে সিআইডি৷
আজ অর্থাত্‍ মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে বাংলায় আইনের শাসন নেই বলে অভিযোগ করে এসেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এবার পাল্টা বিজেপি-র বিরুদ্ধে অশান্তি করার অভিযোগ জানাবে তৃণমূল। একইসঙ্গে ময়নাতদন্ত সাজানো দাবি করে, রাজ্য বিজেপি আদতে আইন ব্যবস্থার প্রতিই অসৌজন্য দেখিয়েছে, তাও অভিযোগ করবেন ডেরেক।
advertisement
advertisement
SOURAV GUHA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলায় বিজেপি হিংসা ছড়াচ্ছে, পাল্টা অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement