হোম /খবর /কলকাতা /
বাংলায় বিজেপি হিংসা ছড়াচ্ছে, পাল্টা অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির কাছে তৃণমূল

বাংলায় বিজেপি হিংসা ছড়াচ্ছে, পাল্টা অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূল

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

এ দিন সকাল ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাংলায় বিজেপি বিরুদ্ধে অভিযোগা জানাবে রাজ্যের শাসকদল৷ তৃণমূলের তরফে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: রাজ্যে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হিংসা ছড়ানোর অভিযোগ নিয়ে আগামিকাল অর্থাত্‍ বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ এ দিন সকাল ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাংলায় বিজেপি বিরুদ্ধে অভিযোগা জানাবে রাজ্যের শাসকদল৷ তৃণমূলের তরফে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন৷

বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতর অব্যাহত। বিজেপি এই ঘটনাকে হত্যা বলেই আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে৷ এমনকী দেবেন্দ্রনাথ রায়ের দেহের ময়না তদন্তের খবরও "সাজানো " বলেও দাবি করেছে বিজেপি। প্রসঙ্গত, দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর তদন্ত করছে সিআইডি৷

আজ অর্থাত্‍ মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে বাংলায় আইনের শাসন নেই বলে অভিযোগ করে এসেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এবার পাল্টা বিজেপি-র বিরুদ্ধে অশান্তি করার অভিযোগ জানাবে তৃণমূল। একইসঙ্গে ময়নাতদন্ত সাজানো দাবি করে, রাজ্য বিজেপি আদতে আইন ব্যবস্থার প্রতিই অসৌজন্য দেখিয়েছে, তাও অভিযোগ করবেন ডেরেক।

SOURAV GUHA

Published by:Arindam Gupta
First published:

Tags: Bengal, BJP, President Ramnath Kovind, TMC