TMC Brigade Rally: রাত পোহালেই জনগর্জন সভা! শনিবারেই শিয়ালদহ পৌঁছলেন তৃণমূল সমর্থকেরা
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
বাসে করে তাঁদের গীতাঞ্জলি স্টেডিয়াম এবং ইকো পার্কের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে।
কলকাতা: রবিবার তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। সকাল হতেই সমর্থকদের ভিড়ের ছবি দেখা গেল শিয়ালদহ স্টেশন চত্বরে। জনগর্জন সভাকে কেন্দ্র করে উত্তরবঙ্গ থেকে সমর্থকরা এসে পৌঁছলেন শিয়ালদহ স্টেশনে। সকাল ৮:১৫ নাগাদ পদাতিক এবং ৮:৪৫ নাগাদ কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে কলকাতায় এলেন সমর্থকেরা। মূলত কোচবিহার, তুফানগঞ্জ থেকে প্রায় হাজার থেকে দুই হাজার সমর্থক এসে পৌঁছালেন কলকাতায়। এছাড়াও আলিপুরদুয়ার থেকে সমর্থকরা এসেছেন। এখান থেকে বাসে করে তাঁদের গীতাঞ্জলি স্টেডিয়াম এবং ইকো পার্কের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে।
ট্রেন বাতিলের কারণে উত্তরবঙ্গের সমর্থকদের আসতে কিছুটা বেগ পেতে হচ্ছে কিন্তু উন্মাদনার কমতি নেই তাদের মধ্যে সড়কপথেও প্রায় পাঁচ থেকে দশ হাজার আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস সমর্থকরা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন।এছাড়াও আজ সারাদিন জুড়ে শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ থেকে সমর্থকেরা আসবেন।
এবার ব্রিগেডের মঞ্চকে যেভাবে সাজাচ্ছে তৃণমূল, তা একেবারেই অভিনব। তিনটি বড় মঞ্চ, তার নীচে আরও দু’টি ছোট মঞ্চ থাকছে। এমন বন্দোবস্ত কখনও দেখেনি বাংলা। মঞ্চ থেকে তৈরি হয়েছে ৩০০ ফুট লম্বা র্যাম্প। সেই র্যাম্প ধরে হেঁটে জনতার আরও কাছে পৌঁছে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন প্রায় ৬০০ নেতা-নেত্রী।
advertisement
advertisement
জনগর্জন সভাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে উন্মাদনার পারদ একেবারে তুঙ্গে, সেই চিত্রই ফুটে উঠছে। আগামী কাল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বার্তা পেতে উদ্বিগ্ন সমর্থকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 09, 2024 10:51 AM IST