TMC Rally 22nd January: ২২ জানুয়ারি তৃণমূলের সম্প্রীতি মিছিল হচ্ছেই! হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর...

Last Updated:

TMC Rally 22nd January: ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সম্প্রীতি মিছিলের পথে আর কোনও বাধা রইল না। এই মিছিল বন্ধ করার বিরোধী দলনেতার আবেদন খারিজ হয়ে গেল আদালতে।

২২ জানুয়ারি তৃণমূলের সম্প্রীতি মিছিল
২২ জানুয়ারি তৃণমূলের সম্প্রীতি মিছিল
কলকাতা: ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সম্প্রীতি মিছিলের পথে আর কোনও বাধা রইল না। এই মিছিল বন্ধ করার বিরোধী দলনেতার আবেদন খারিজ হয়ে গেল আদালতে। থাকবে না কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা দেখবে রাজ্য পুলিশ। তবে আদালতের নির্দেশ মিছিল থেকে কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। মিছিল করতে হবে সুশৃঙ্খলভাবে। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
শাসক দলের সম্প্রীতি মিছিলে বাধা রইল না কোনও। শুভেন্দুর সম্প্রীতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে পুলিশকে উপযুক্ত নিরাপত্তা দিতে হবে বলে আদালতের তরফে জানানো হয়েছে।
এই মামলায় প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনম ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “প্রতি ব্লকে যদি এই র‍্যালি হয় সেখানকার মানুষের সমস্যা হবে। এই র‍্যালির কোনও অনুমতি নেওয়া হয়নি। ওই দিন আরও ৩৫টি বিভিন্ন র‍্যালির আবেদন জমা পড়েছে। ফলে সেগুলি অনুমতি পেলে সমস্যা আরও বাড়বে। আইনশৃঙ্খলার সমস্যা হবে।” একইসঙ্গে তাঁর নির্দেশ, “কোনও ধর্মকে উল্লেখ করে বা আঘাত করে কিছু বক্তব্য রাখা যাবে না। অঘটন ঘটলে ওই দলের উপর দায় বর্তাবে। আদালতের রায় লঙ্ঘন করলে ব্যক্তিগতভাবে দায়ী হবেন মিছিলের আহ্বান জানানো রাজনৈতিক দলের নেতারা।”
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Rally 22nd January: ২২ জানুয়ারি তৃণমূলের সম্প্রীতি মিছিল হচ্ছেই! হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement