• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • বুথস্তরে সংগঠনে জোর তৃণমূলের, সক্রিয় কর্মীর সন্ধানে জেলায় জেলায় চিঠি

বুথস্তরে সংগঠনে জোর তৃণমূলের, সক্রিয় কর্মীর সন্ধানে জেলায় জেলায় চিঠি

বিজেপিকে রুখতে বুথস্তরে জোর। বুথস্তরের সংগঠনের ভিত শক্ত করতে চাইছে তৃণমূল।

বিজেপিকে রুখতে বুথস্তরে জোর। বুথস্তরের সংগঠনের ভিত শক্ত করতে চাইছে তৃণমূল।

বিজেপিকে রুখতে বুথস্তরে জোর। বুথস্তরের সংগঠনের ভিত শক্ত করতে চাইছে তৃণমূল।

 • Share this:

  #কলকাতা: বিজেপিকে রুখতে বুথস্তরে জোর। বুথস্তরের সংগঠনের ভিত শক্ত করতে চাইছে তৃণমূল। প্রতি বুথ থেকে তিনজন সক্রিয় কর্মীর নাম চাওয়া হচ্ছে । ১৯-এর লোকসভা ভোটে ভল ফলের পর বিজেপির টার্গেট এখন ২০২১। পালটা কোমর বাঁধছে তৃণমূলও। তৃণমূলের নজর এবার তৃণমূলে। বিজেপিকে রুখতে বুথ স্তরে জোর দিচ্ছে তৃণমূল। প্রতি বুথ থেকে পূর্ণ সময়ের তিন জন সক্রিয় কর্মীর নাম দিতে বলা হয়েছে।

  বুথস্তরে কর্মী বাছাইয়ের ক্ষেত্রে যাতে কোনওরকম স্বজনপোষণ না হয়, তা নিয়েও সতর্ক করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আগামী ৯-১০ তারিখের মধ্যে প্রতি বুথ পিছু তিনজন সক্রিয় কর্মীর নাম চেয়ে পাঠিয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব।

  ২০১৯-এর লোকসভা ভোটে, যে সব বুথে তৃণমূল পিছিয়ে ছিল, সেখানে বদল চাইছে দলীয় নেতৃত্ব। বুথস্তরে যে সব কর্মী ছিলেন, ভোটে হারার পরেও, তাঁদের নাম ফের পাঠালে, কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে চিঠিতে। উত্তর ২৪ পরগনা-সহ কয়েকটি জেলার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে ৷ তৃণমূল চাইছে, বুথস্তরে দলীয় সংগঠনের ভিত শক্ত করতে যাতে একুশের ভোটে বিজেপি দাঁত না ফোটাতে পারে।

  First published: