TMC: 'যা করেছি, ভুল করেছি!' মমতাকে চিঠি লিখলেন তৃণমূলের প্রবীণ সাংসদ, মূলস্রোতে ফেরাবে দল?

Last Updated:

আরজি কর কাণ্ডের পর তাঁর প্রতিবাদের ধরনে ভুল ছিল বলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে স্বীকার করে নিয়েছেন প্রবীণ এই তৃণমূল সাংসদ৷

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি৷
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি৷
কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদের জেরে তাঁর সঙ্গে অস্বস্তি বেড়েছিল দলের৷ ফের তৃণমূলের মূলস্রোতে ফিরছেন দলের অন্যতম সিনিয়র সাংসদ সুখেবন্দুশেখর রায়? তৃণমূল সূত্রে সেরকমই খবর৷
আজই দলীয় সাংসদদের সঙ্গে সংসদে যাবেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়৷ দিল্লির দলীয় কার্যালয়েও যাওয়ার কথা রয়েছে তাঁর৷ সূত্রের খবর, আরজি কর কাণ্ডের পর তাঁর প্রতিবাদের ধরনে ভুল ছিল বলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে স্বীকার করে নিয়েছেন সুখেন্দুশেখর৷ এর পরই বরফ গলেছে৷ সুখেন্দুশেখর রায়ের প্রতি দলের শীর্ষ নেতৃত্বের মনোভাবও নমনীয় হয়েছে৷
advertisement
তৃণমূল সূত্রে খবর, দলনেত্রীকে চিঠি লিখে সুখেন্দুশেখর লিখেছেন, “যা করেছি, ভুল করেছি। কোথাও ছেড়ে আপনাকে যাব না। আমার আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।”
advertisement
আজ দিল্লিতে রাজ্যসভার সাংসদদের বৈঠকে যোগ দেবেন সুখেন্দুশেখর। সূত্রের খবর, সাত দিন আগে তিনি কুণাল ঘোষের সঙ্গে কথা বলেন। গোটা বিষয় নেত্রীকে জানাতে প্রবীণ সাংসদকে পরামর্শ দেন তিনি৷ এর পরই দলনেত্রীকে চিঠি লেখেন তিনি৷
advertisement
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনার পর প্রতিবাদে সরব হয়েছিলেন সুখেন্দুশেখর রায়৷ তদন্ত পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি৷ এর পরই তৃণমূল নেতৃত্বের রোষে পড়েন প্রবীণ এই সাংসদ৷ এমন কি, জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারেও তলব করা হয় তাঁকে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: 'যা করেছি, ভুল করেছি!' মমতাকে চিঠি লিখলেন তৃণমূলের প্রবীণ সাংসদ, মূলস্রোতে ফেরাবে দল?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement