যোগীর 'এনকাউন্টার রাজে' ন্যায়বিচারের হত্যা, আক্রমণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মধ্যপ্রদেশ থেকে সড়কপথে উত্তরপ্রদেশের কানপুরে নিয়ে আসার পথে মাঝরাস্তায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় গ্যাংস্টার বিকাশ দুবের৷
#কলকাতা: বিকাশ দুবের এনকাউন্টার কাণ্ডে এ বার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ ট্যুইটারে মহুয়া লিখেছেন, 'যোগীজির 'এনকাউন্টার রাজে' একমাত্র যে জিনিসটির হত্যা হয়েছে, তা হল ন্যায়বিচার৷'
তৃণমূল সাংসদ আরও লিখেছেন, 'আদালতের কাজ ন্যায়বিচার দেওয়া৷ পুলিশের কাজ অভিযুক্তকে আদালতে হাজির করানো৷ বিজেপি-র রাজত্বে ভারতবর্ষে এই দু'টি জিনিসকে গুলিয়ে দেওয়া হচ্ছে৷ অভিযুক্তকে এ ভাবে গুলি করে মারতে পারে না পুলিশ৷'
Only thing killed in Yogiji’s “encounter Raj” is justice!
— Mahua Moitra (@MahuaMoitra) July 10, 2020
advertisement
advertisement
It is the job of the courts to deliver justice. It is the job of the police to deliver the accused. Shocking that India under @BJP has confused the two. https://t.co/QYu6zO026b
— Mahua Moitra (@MahuaMoitra) July 10, 2020
মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতারের পরে সড়কপথে বিকাশ দুবে’কে কানপুরে নিয়ে আসা হচ্ছিল৷ মাঝপথেই উল্টে যায় পুলিশের কনভয়ে থাকা একটি গাড়ি৷ পুলিশের দাবি, সেই সময় পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে৷ তাঁকে আত্মসমর্পণ করতে বলে পুলিশ৷ তা না করে বিকাশ পাল্টা গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ৷ তখনই আত্মরক্ষার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ৷ গুলির লড়াইতে গুরুতর আহত হয় বিকাশ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বিকাশ দুবের৷ যদিও এ ভাবে এনকাউন্টারে বিকাশ দুবের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2020 1:19 PM IST

