যোগীর 'এনকাউন্টার রাজে' ন্যায়বিচারের হত্যা, আক্রমণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের

Last Updated:

মধ্যপ্রদেশ থেকে সড়কপথে উত্তরপ্রদেশের কানপুরে নিয়ে আসার পথে মাঝরাস্তায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় গ্যাংস্টার বিকাশ দুবের৷

#কলকাতা: বিকাশ দুবের এনকাউন্টার কাণ্ডে এ বার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ ট্যুইটারে মহুয়া লিখেছেন, 'যোগীজির 'এনকাউন্টার রাজে' একমাত্র যে জিনিসটির হত্যা হয়েছে, তা হল ন্যায়বিচার৷'
তৃণমূল সাংসদ আরও লিখেছেন, 'আদালতের কাজ ন্যায়বিচার দেওয়া৷ পুলিশের কাজ অভিযুক্তকে আদালতে হাজির করানো৷ বিজেপি-র রাজত্বে ভারতবর্ষে এই দু'টি জিনিসকে গুলিয়ে দেওয়া হচ্ছে৷ অভিযুক্তকে এ ভাবে গুলি করে মারতে পারে না পুলিশ৷'
advertisement
advertisement
মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতারের পরে সড়কপথে বিকাশ দুবে’কে কানপুরে নিয়ে আসা হচ্ছিল৷ মাঝপথেই উল্টে যায় পুলিশের কনভয়ে থাকা একটি গাড়ি৷ পুলিশের দাবি, সেই সময় পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে৷ তাঁকে আত্মসমর্পণ করতে বলে পুলিশ৷ তা না করে বিকাশ পাল্টা গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ৷ তখনই আত্মরক্ষার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ৷ গুলির লড়াইতে গুরুতর আহত হয় বিকাশ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বিকাশ দুবের৷ যদিও এ ভাবে এনকাউন্টারে বিকাশ দুবের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যোগীর 'এনকাউন্টার রাজে' ন্যায়বিচারের হত্যা, আক্রমণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement