কলকাতা: তিনি ছিলেন দেশের প্রসিদ্ধ কুইজ মাস্টার (Quiz Master)। ডেরেক ও ব্রায়েন (Derek O'Brien) এখন অবশ্য পুরোদস্তুর রাজনীতিক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ বৃত্তের একজন। করোনা-কালে মূলত নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের সমালোচনার দায়িত্ব বর্তেছে তাঁর উপর। সোশ্যাল মিডিয়া হোক বা দলীয় মুখপাত্র হিসেবে কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়া, ডেরেক এখন তৃণমূলের অন্যতম মুখ। সেই তিনিই এবার করোনা আবহে ফিরিয়ে আনলেন কুইজের আমেজ।
ট্যুইটারে ডেরেক লিখেছেন, 'কঠিন সময়ে সচেতনতার বার্তাও সাহায্য করে। যদিও আমি কুইজ থেকে স্বেচ্ছাবসর নিয়েছি, তবু কোভিড সংক্রান্ত কুইজ করার অনুরোধ পাওয়ার পর আবার পুরনো অবতারে ফিরলাম। জেনে নিন আপনার, CQ বা কোভিড কোসেন্ট। মাত্র ২ মিনিট সময় লাগবে।'
'কোভিড কোসেন্ট'-এ মোট দশটি প্রশ্ন রেখেছেন ডেরেক। প্রতিটি প্রশ্নের দুটি বা তিনটি অপশন রেখেছেন তিনি। আর সেই দশটি প্রশ্নের ঠিক বা ভুল উত্তরের উপরই নির্ভর করবে আপনার কোভিড কোশেন্ট।
কী কী প্রশ্ন থাকছে কোভিড কোসেন্ট-এ? কোভিড -১৯ ছড়াতে পারে...., অ্যাগিউসিয়া (Ageusia), যা কোভিড -১৯ এর লক্ষণ, তাতে কিসের ঘাটতি দেখা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, হাত যাতে পরিষ্কার থাকে তা নিশ্চিত করতে কমপক্ষে কতক্ষণ আপনার হাত সাবান এবং জল দিয়ে ভালো করে পরিষ্কার করা উচিত? প্রোনিং করলে কোভিড -১৯ রোগীদের অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। প্রোনিং এক্সারসাইজ করতে গেলে কী করতে হয়?অক্সিজেন স্যাচুরেশন লেভেলের স্বাভাবিক মাত্রা কত? এমনই গুরুত্বপূর্ণ দশটি প্রশ্নের মালা সাজিয়েছেন ডেরেক।In difficult times, spreading awareness helps.
Someone suggested I step out of self-imposed retirement and conduct a #Covid #quiz So here goes. It will take you two minutes to check your CQ or Covid Quotient. Try this >> https://t.co/r3RlxHr1vj pic.twitter.com/ozStwsKxNq — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 8, 2021
থাকছে, চিনের পর প্রথম কোন দেশে কোভিড -১৯ কেস ধরা পড়েছিল? ব্যায়াম করার সময় মাস্ক পরা উচিত? এন ৯৫ মাস্কের এর '৯৫' এর অর্থ কী? -এর মতো অতি সাধারণ প্রশ্নও। ডেরেকের মতে, এই ধরনের প্রশ্নে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠতে পারে। সেই কারণেই ফের 'কুইজ মাস্টার' পদে অবতীর্ণ তৃণমূল সাংসদ।
----কমলিকা সেনগুপ্ত
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona in Bengal, Derek O'Brien, TMC MP