Jago bangla| 21 July| Tmc martyrs day| স্ট্যান্ড দখল থেকে মন দখল, মমতার মন কি বাত আজ থেকে জাগো বাংলায় রোজ...
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Jago bangla| 21 July| Tmc martyrs day| কুনাল ঘোষ বেশ কয়েকটি ট্যুইট করে বুঝিয়ে দিয়েছেন ঠিক কেমন হতে চলেছে এই কাগজের লুক অ্যান্ড ফিল।
#কলকাতা: স্ট্যান্ড দখল হয়ে গিয়েছে বেশ কিছুটা সময় আগেই। এখন নজর মানুষের মন দখলে। আজ ২১ জুলাই থেকেই তৃণমূলের মুখপত্র জাগো বাংলা দৈনিকে পরিণত হতে চলেছে। কাগজটির সম্পাদক তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় থেকে তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ, আজ ২১-এর দুপুরে কাগজের নতুন আত্মপ্রকাশ ঘিরে দলের নেতাদের তৎপরতা তুঙ্গে। কুনাল ঘোষ বেশ কয়েকটি ট্যুইট করে বুঝিয়ে দিয়েছেন ঠিক কেমন হতে চলেছে এই কাগজের লুক অ্যান্ড ফিল।
কুনাল ঘোষ একটি ট্যুইটে লিখেছেন, "এবার শপথ চলো দিল্লি। লিখছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কর্মীরাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ। এখন দলের লক্ষ্য কী? কেমন হবে কর্মীদের আচরণবিধি? সবিস্তারে দেখুন "জাগো বাংলা"য়। আজ থেকে দৈনিক। প্রকাশ আজ দুপুরে। উদ্বোধক দিদি।" তার ঠিক পরের ট্যুইটেই কুনাল ঘোষের বার্তা, "দুর্ভেদ্য দুর্গের মত সংগঠন। লিখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত দেখুন "জাগো বাংলা"য়। আজ থেকে দৈনিক। প্রকাশ দুপুরে। উদ্বোধক জননেত্রী।" এই সিরিজের শেষ ট্যুইটে তিনি লিখেছেন, "মমতার কলম ছাড়া সম্পূর্ণই হত না।" লিখছেন "জাগো বাংলা"র সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়। আজ থেকে দৈনিক। প্রকাশ আজ দুপুরে...।"
advertisement
"এবার শপথ চলো দিল্লি।" লিখছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কর্মীরাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ। এখন দলের লক্ষ্য কী? কেমন হবে কর্মীদের আচরণবিধি? সবিস্তারে দেখুন "জাগো বাংলা"য়। আজ থেকে দৈনিক। প্রকাশ আজ দুপুরে। উদ্বোধক দিদি। https://t.co/vVjJjcTH7J pic.twitter.com/HXjRNLVbGC
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 21, 2021
advertisement
advertisement
অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনের কথা বা রাজনৈতিক অভিসন্ধিই ফুটে উঠবে জাগো বাংলার পাতায়। কাজেই বলা চলে, শুধু সমর্থকদেরই নয়, জাগো বাংলায় নজর থাকবে মমতা বিরোধী শিবিরেরও।
সূত্রের খবর ঢেলে সাজানো হয়েছে জাগো বাংলা-কে। মুদ্রিত কাগজের পাশাপাশি থাকছে ই-পেপার। শুধু রাজনৈতিক খবর নয়, থাকবে বিনোদন, ক্রীড়া, সংস্কৃতি, কেরিয়ার, ভ্রমণ ও ফিচার কপি। আপাতত অস্থায়ী ক্যাম্প অফিস বানিয়ে চলছে কাজ।খুব শিগগিরই নতুন অফিসে উঠে যাবে জাগো বাংলা।
advertisement
Input-আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2021 8:46 AM IST