TMC: বিধায়কদের 'সব খবর' পেয়ে যাবেন মুহূর্তে, 'মাস্টারস্ট্রোক' মমতার! চমকে দিলেন অরূপকে সামনে রেখে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
TMC: জনসংযোগ বাড়াতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, নতুন বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করতে।
কলকাতা: বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের আগে ফের দলীয় শৃঙ্খলায় জোর দিলেন তৃণমূল নেত্রী। আরও বেশি জনসংযোগে জোর দিতে বললেন জন প্রতিনিধিদের। সরকারের উন্নয়নমূলক প্রকল্প থেকে যাতে কেউ না বাদ যায়, সেদিকে নজর দিতে বললেন। দলের বিধায়কদের উদ্দেশ্যে মমতা বলেন, ”এমন কোনও মন্তব্য প্রকাশ্যে করবেন না, যাতে দলকে বিব্রত হতে হয়।”
একই সঙ্গে জনসংযোগ বাড়াতে তৃণমূল নেত্রী নির্দেশ দেন, নতুন বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করতে। বেশি কথা বলার দরকার নেই। বুঝে বিধায়করা প্রশ্ন করুন। মন্ত্রীরা যথাযথ উত্তর দিন। এমন কোনও শব্দ ব্যবহার করবেন না, যাতে দল বা সরকার বিব্রত হয়। তবে, বিধায়কদের দিকে নজর দিতে মন্ত্রী অরূপ বিশ্বাসকে নতুন দায়িত্ব দেওয়া হল। নতুন Whatsapp গ্রুপ তৈরি করতে হবে, কোন বিধায়ক কখন আসছে, কী করছে নজর রাখা হবে সেই গ্রুপের মাধ্যমে।
advertisement
advertisement
মমতা বিধায়কদের বলেন, ”এখন থেকে ২০২৬ বিধানসভা ভোটের কথা মাথায় রেখে নেমে পড়ুন। সকলের ঘরে ঘরে যান। নারায়ণ গোস্বামী নিজের এলাকায় থাকুন। সিদ্দিকুল্লা চৌধুরী আপনার কথা ঠিক নয়, বেশ কিছু ব্লকে সমস্যা আছে আমি দেখে নেব। নতুন বিধায়কদের ৭ দিন থাকতে হবে। কাজ শিখুক তাঁরা।”
advertisement
এরপরই মমতার সংযোজন, ”জেলা স্তরে ছাত্র-যুব সংগঠনের বিষয় আমি দেখে নেব। কয়েকজন মন্ত্রী,বিধায়ক বেফাঁস মন্তব্য করছেন। বিরত থাকুন। সর্বদলীয় একটা চিঠি দিন। যদি দিল্লি যেতে বিরোধীরা না চায়, তাহলে আপনারাই যান দিল্লি।,মানস ভুঁইয়াকে নির্দেশ। প্রশ্ন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিধায়কদের। এমন প্রশ্ন করবেন না, সরকার যাতে বিড়ম্বনায় না পড়ে। মন্ত্রীদের নানা বিষয় নিয়ে আরও পড়াশুনো করতে হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 3:41 PM IST