Manas Bhunia: গোষ্ঠীবাজির অভিযোগ, মহুয়ার মতোই মানসের বিরুদ্ধে নালিশ জানালেন দলেরই বিধায়করা

Last Updated:

কিছুদিন আগেই কৃষ্ণনগর সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনেন কয়েকজন তৃণমূল বিধায়ক৷

মানস ভুঁইয়া৷
মানস ভুঁইয়া৷
কলকাতা: এবার রাজ্যের অন্যতম সিনিয়র মন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধেই দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকজন বিধায়ক৷ মানস ভুঁইয়ার বিরুদ্ধে জেলায় দলের ভিতরেই গোষ্ঠীবাজি, অসহযোগিতার অভিযোগ এনেছেন ওই বিধায়করা৷
যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘনিষ্ঠ মহলে মানসবাবু জানিয়েছেন, দলের পক্ষে তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় সাংগঠনিক দায়িত্বে নেই৷ ফলে কে বা কারা কেন তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি জানেন না৷ এ বিষয়ে তৃণমূল নেতৃত্বেরও কোনও প্রতিক্রিয়া মেলেনি৷
advertisement
advertisement
মানস ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি দলের শৃঙ্খলা মেনে কাজ করি। দল যা নির্দেশ দেয় আমি সেই কাজ করি।’
কিছুদিন আগেই কৃষ্ণনগর সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনেন কয়েকজন তৃণমূল বিধায়ক৷ সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লেখেন তাঁরা৷ যদিও বিষয়টি নিয়ে জেলায় গিয়ে তিনি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়ে দেন তৃণমূলনেত্রী৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manas Bhunia: গোষ্ঠীবাজির অভিযোগ, মহুয়ার মতোই মানসের বিরুদ্ধে নালিশ জানালেন দলেরই বিধায়করা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement