#কলকাতা: কলকাতা পুরভোটে প্রার্থী হতে চান দীর্ঘ দিনের তৃণমূল বিধায়ক সোনালী গুহ। দলকে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। কলকাতা পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হতে চান তিনি। ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিমের কাছে নিজের কাউন্সিলর হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ডায়মন্ড হারবারের সাংসদ ও দলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিজের একই কথা জানান সোনালী। যেহেতু সোনালী গুহর বিধানসভা কেন্দ্র সাতগাছিয়া ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অংশ, তাই তাঁকে কলকাতা পুরভোটে টিকিট দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধায়ের পরামর্শ প্রয়োজন।তৃণমূল সূত্রের খবর, তাই অভিষেককেও লিখিত আবেদন করেছেন সোনালী।। তৃণমূলের প্রথম দিন থেকে লড়াই করা মুখ হিসেবে বাংলার রাজনীতিতে অত্যন্ত পরিচিত সোনালী । প্রশ্ন উঠছে, তিনি কেন এমন ইচ্ছা প্রকাশ করছেন? তৃণমূল কংগ্রেস দক্ষিণ ২৪ পরগনা সংগঠন সূত্রে খবর, "দিদিকে বলো" অভিযানে সাতগাছিয়ার বিধায়ক সোনালী গুহর রেটিং খুব ভালো নয়। এমনকি ওই বিধানসভা কেন্দ্রে সোনালীর বিরূদ্ধে চলে গেছেন দলেরই বেশ কিছু নেতা। গত কয়েক বছরে ডায়াবেটিস কাবু করেছে দাপুটে সোনালী গুহকে। চলাফেরার ক্ষেত্রেও বেশ অসুবিধা হয় তাঁর। কলকাতা থেকে সাতগাছিয়া গিয়ে বিধানসভার কাজ দেখভাল করতেও অনেক সমস্যা দেখা দিচ্ছে।। এমনকি দলীয় সূত্রে খবর, আগামী বিধানসভা ভোটে সোনালী টিকিট পাবেনই, এ কথাও জোর দিয়ে বলতে পারছেন না কেউ। তাই হয়তো এবার কাউন্সিলর হওয়ার আবেদন করছেন সোনালী।কলকাতার ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনালী গুহ। এক সময় সোনালীর স্বামী পার্থ বসু ছিলেন ওই এলাকারই কাউন্সিলর । বর্তমানে ওই ওয়ার্ড তৃণমূলেরই দখলে রয়েছে। এই ওয়ার্ডে সোনালী এবং তাঁর স্বামী পার্থ বসুর জনসংযোগ বেশ ভালো। সেক্ষত্রে এই ওয়ার্ড দেখভাল করার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে সোনালীর। সব মিলিয়ে তাঁর আবেদনে দল শেষমেশ সাড়া দেবে কিনা তা এখন দেখার। তবে সোনালীর কাউন্সিলর হওয়ার ইচ্ছা প্রকাশে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল শিবিরে।SOURAV GUHA
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।