Saokat Molla Son: হকি স্টিক দিয়ে ডেলিভারি বয়কে বেধড়ক মার! নিউ টাউনের রাস্তায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের দাদাগিরি

Last Updated:

এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের না হলেও ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে টেকনো সিটি থানার পুলিশ৷

তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং তাঁর ছেলে ইমরান (ডান দিকে)৷
তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং তাঁর ছেলে ইমরান (ডান দিকে)৷
কলকাতা: নিউ টাউনের রাস্তায় বিধায়ক পুত্রের দাদাগিরি৷ বিতর্কে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা৷ অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রতিবাদ করায় একজন ফুড ডেলিভারি বয়কে হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করেন বিধায়ক পুত্র এবং তাঁর সঙ্গীরা৷ যদিও কিছুক্ষণের মধ্যে আরও বেশ কয়েকজন ডেলিভারি বয় ঘটনাস্থলে চলে এলে ওই জায়গা থেকে চম্পট দেন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা৷
এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের না হলেও ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে টেকনো সিটি থানার পুলিশ৷ বিধায়ক পুত্র এবং তাঁর সঙ্গীদের দাদাগিরির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
advertisement
advertisement
ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউ টাউনের বালিগুড়ি ভাঙার মোড় এলাকা দিয়ে দ্রুত গতিতে একটি গাড়িতে করে যাচ্ছিলেন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা৷ গাড়িতে ইমরানের বেশ কয়েকজন সঙ্গীও ছিলেন৷ অভিযোগ, দ্রুত গতিতে চলতে চলতে আচমকাই দাঁড়িয়ে যায় গাড়িটি৷ এর ফলে গাড়ির পিছনে মোটরসাইকেলে থাকা একজন ডেলিভারি বয় কোনওক্রমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান৷
advertisement
অভিযোগ, ওই ডেলিভারি বয় এ ভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করতেই গাড়ি থেকে নেমে আসেন ইমরান এবং তাঁর সঙ্গীরা৷ কথা কাটাকাটির মধ্যেই আচমকা গাড়ি থেকে একটি হকি স্টিক বের করে নিয়ে এসে ওই ডেলিভারি বয়কে মারধর শুরু করেন বিধায়ক পুত্র এবং তাঁর সঙ্গীরা৷ ওই ডেলিভারি বয়কে বাঁচাতে আসা আরও একজন যুবককেও মারধর করা হয় বলে অভিযোগ৷
advertisement
এই গন্ডগোলের মধ্যেই ঘটনাস্থলে চলে আসেন আরও কয়েকজন ডেলিভারি বয়৷ বিধায়ক পুত্রের দাদাগিরির প্রতিবাদ করেন তাঁরা৷ এর পরই বেগতিক বুঝে ঘটনাস্থল ছাড়েন ইমরান মোল্লা৷ যদিও হকি স্টিক হাতে বিধায়ক পুত্রের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এ বিষয়ে শওকত মোল্লা অথবা তাঁর ছেলে ইমরানের কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saokat Molla Son: হকি স্টিক দিয়ে ডেলিভারি বয়কে বেধড়ক মার! নিউ টাউনের রাস্তায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের দাদাগিরি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement