Supreme court recruitment case: জামিন পেলেন জীবনকৃষ্ণ, সুপ্রিম কোর্টে মুক্তি মিলল বড়ঞাঁর তৃণমূল বিধায়কের

Last Updated:

Supreme court recruitment case: জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ মামলায় গত বছর ১৭ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন বড়ঞাঁর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এক বছর পরে সুপ্রিম কোর্টে নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

জীবনকৃষ্ণের জামিন।
জীবনকৃষ্ণের জামিন।
কলকাতা: জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ মামলায় গত বছর ১৭ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন বড়ঞাঁর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এক বছর পরে সুপ্রিম কোর্টে নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
আগে কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন বড়ঞাঁর বিধায়ক। সেখানে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক। অবশেষে মিলল মুক্তি। এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি হয় জীবনকৃষ্ণের। সেখানেই মঙ্গলবার বিচারপতিরা জানান, জীবনকৃষ্ণ সাহার এই মুহূর্তে ট্রায়ালের কোনও সম্ভবনা নেই। তাই অনন্ত কাল ধরে তদন্তের নামে কাউকে আটকে রাখা যায় না। তাই জামিন পেলেন জীবনকৃষ্ণ সাহা।
advertisement
advertisement
গত বছর ১৪ এপ্রিল জীবনকৃষ্ণের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সিবিআই যখন তল্লাশি করছিল তখন নিজের দু’টি মোবাইল ফোন বাড়ির পিছনে পুকুরের জলে ফেলে দেন জীবনকৃষ্ণ, এমনই অভিযোগ ওঠে। তার পরে পুকুরের জল ছেঁচে ফেলতে হয় সিবিআইকে, সেই নিয়ে একপ্রস্ত নাটক চলে।
advertisement
প্রসঙ্গত, সোমবার বহরমপুরে অনুষ্ঠিত হয়েছিল লোকসভার ভোটগ্রহণ। বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জীবনকৃষ্ণের বিধানসভা কেন্দ্র বড়ঞা। নিজের কোন্দ্রে ভোটের পরের দিনই জেল থেকে মুক্তি পেলেন জীবনকৃষ্ণ। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ পেলেও জেল থেকে মুক্তি পাবেন বুধবার বা বৃহস্পতিবার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Supreme court recruitment case: জামিন পেলেন জীবনকৃষ্ণ, সুপ্রিম কোর্টে মুক্তি মিলল বড়ঞাঁর তৃণমূল বিধায়কের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement