TMC MLA Car: ট্রেলারে তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কা! মৃত ২, আশঙ্কাজনক ৩, ভয়ঙ্কর দুর্ঘটনা হাওড়ায়

Last Updated:

TMC MLA Car: দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
কীভাবে ঘটল দুর্ঘটনা?
হাওড়া: মগরাহাটের তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিধায়ক। বিধায়কের গাড়ির চালক তাঁর আত্মীয়দের নিয়ে হাওড়ায় অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় শিবপুর কাজীপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। গাড়ি পাঁচজন ছিল। চালক সহ দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলে। আহতদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামে থাকা গাড়িটি শনিবার রাতে চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান।
advertisement
advertisement
২৫ বছর বয়সি মোস্তাক নিজের আত্মীয়দের নিয়ে সেই গাড়ি করে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, মোস্তাকের বাড়ি ওয়াটগঞ্জে। মোস্তাক নাকি বিধায়কের গাড়িতে করে আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় গিয়েছিলেন। সেখান থেকেই কলকাতায় ফিরছিলেন তিনি। সেই সময়ই ট্রেলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। জানা গিয়েছে, রাস্তার একদিকে ট্রেলারটি দাঁড়িয়ে ছিল। তাতেই সজোরে গিয়ে ধাক্কা মারে গাড়িটি।
advertisement
এর ফলে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে তীব্র আওয়াজ শুনেই স্থানীয়রা ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। পুলিশে খবর পাঠানো হয়। ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাড়িটি থেকে পাঁচজনকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে থেকে ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি তিনজন এখনও হাসপাতালে ভরতি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC MLA Car: ট্রেলারে তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কা! মৃত ২, আশঙ্কাজনক ৩, ভয়ঙ্কর দুর্ঘটনা হাওড়ায়
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement