TMC on Nabanna Abhijan: 'একটা দুটো বডি না পড়লে...', নবান্ন অভিযানের আগে ভিডিও প্রকাশ, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
- Reported by:Debashish Chakraborty
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এ দিন সাংবাদিক বৈঠক করে আগামিকালের নবান্ন অভিযান নিয়ে দুটি ভিডিও প্রকাশ করে তৃণমূল৷
কলকাতা: আগামিকাল, ২৭ অগাস্টের নবান্ন অভিযানের আগে স্টিং অপারেশনে তোলা ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এ দিন দুটি ভিডিও প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছেন, আগামিকালের কর্মসূচিকে রক্তাক্ত করতে এবং হিংসা ছড়িয়ে দিতে বড় চক্রান্ত চলছে৷ এমন কি, পুলিশের পোশাক পরে মিছিলে আসা মানুষের উপর গুলি চালানো হতে পারে বলেও অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও অভিযোগ করেন, আগামিকালের কর্মসূচির কোনও অনুমতি এখনও পর্যন্ত নেওয়া হয়নি৷
এ দিন সাংবাদিক বৈঠক করে আগামিকালের নবান্ন অভিযান নিয়ে দুটি ভিডিও প্রকাশ করে তৃণমূল৷ সেই ভিডিওতে নবান্ন অভিযান সম্পর্কে বলতে গিয়ে দু জনকে বলতে শোনা গিয়েছে, ‘একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না৷ গুলি চলবে, রবার বুলেট চলবে৷’ ‘২৭ তারিখ ওখানে বডি পড়বেই’, এমন মন্তব্যও শোনা গিয়েছে ভিডিওতে৷ যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
advertisement
এই ভিডিওগুলি দেখিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘আগামিকালের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ৷ কোনও দায়িত্বশীল সংগঠন প্রশাসন, পুলিশকে জানিয়ে এই কর্মসূচি করছে না৷ সোশ্যাল মিডিয়ায় হাওয়া তুলে লোক খেপানোর চেষ্টা চলছে৷ যারা বাংলায় নির্বাচনে প্রত্যাখ্যাত হয়েছে, তারা হিংসার রাজনীতি করতে চাইছে৷ এই ভিডিও আমরা নিজেদের সূত্র কাজে লাগিয়ে পেয়েছি৷ আইনি ভাবে যেখানে যেখানে দেওয়ার দিচ্ছি৷ আমরা মানুষকে দেখাতে চাইছি, আরএসএস, বিজেপি, এবিভিপি লোক উস্কানি দিচ্ছে৷ সিপিএম মনোভাবাপন্ন কিছু লোক আছে৷ বাংলা বিরোধীরা এর সঙ্গে যুক্ত হয়েছে৷ নাশকতার জন্য বাংলার বাইরে থেকে লোক ঢোকানো হতে পারে৷ পুলিশের পোশাক পরে গুলি চালানো হতে পারে যাতে অশান্তি, গন্ডগোল হয়৷’
advertisement
advertisement
তৃণমূল নেতা আরও বলেন, ‘আগামিকাল পরীক্ষা রয়েছে, যারা নিজেদের ছাত্র বলে দাবি করছেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতা করতে পারে? শকুনের রাজনীতি চলছে৷ তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান চলছে!’
advertisement
রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও অভিযোগ করেন, আগামিকালের কর্মসূচির জন্য পুলিশের থেকে কোনও অনুমতিই নেওয়া হয়নি৷ যদিও শাসক দলের তোলা এই অভিযোগকে নস্যাৎ করেছে বিজেপি, সিপিএমের মতো বিরোধী দলগুলি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 26, 2024 11:42 AM IST








