গত ১২ সেপ্টেম্বর প্রথমে নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ভেস্তে যায়৷ এর পর গত শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ডাকা বৈঠকও ভেস্তে গিয়েছিল৷
কলকাতা: কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক আজও হবে কি না, তা এখনও অনিশ্চিত৷ এই পরিস্থিতিতে বৈঠক শুরুর আগেই জুনিয়র চিকিৎসকদের মনোভাব নিয়ে প্রশ্ন তুলে সমাজমাধ্যমে পোস্ট করতে শুরু করলেন শাসক দলের একাধিক নেতা মন্ত্রী৷ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আদৌ অচলাবস্থা কাটাতে আগ্রহী কি না, তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ব্রাত্য বসু, শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, পার্থ ভৌমিকের মতো তৃণমূলের মন্ত্রী এবং সাংসদরা৷
গত ১২ সেপ্টেম্বর প্রথমে নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ভেস্তে যায়৷ এর পর গত শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ডাকা বৈঠকও ভেস্তে গিয়েছিল৷ আজ ফের জুনিয়র চিকিৎসকদের কালীঘাটের বৈঠকে যোগ দিতে শেষ বারের জন্য প্রস্তাব দেয় রাজ্য সরকার৷ সেই প্রস্তাবে প্রাথমিক ভাবে সম্মতিও দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷
Anyone with a rational mind can sniff out the political game.
Despite Smt. @MamataOfficial’s reassurances last Saturday, they wasted time.
Today, a letter sent at 11:48 AM for a 5 PM meeting got a response after 4 hours.
Will they obstruct dialogue again? All eyes are on you.
যদিও কুণাল ঘোষ, শশী পাঁজা, ব্রাত্য বসুদের মতো তৃণমূল নেতারা প্রশ্ন তুলেছেন, কেন বৈঠকে যোগ দেওয়ার জন্য মুখ্যসচিবের পাঠানো ই মেলের জবাব দিতে চার ঘণ্টারও বেশি সময় লাগল জুনিয়র চিকিৎসকদের৷ আবার ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রশ্ন তুলেছেন, জুনিয়র চিকিৎসকরা কি রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করবেন নাকি মানুষের স্বার্থের কথা ভাববেন৷
শুধু দলের নেতারাই নন, একই সুরে তৃণমূলের পক্ষ থেকেও জুনিয়র চিকিৎসকদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে৷ সেখানে লেখা হয়েছে, ‘ক্রমাগত আবেদনের পরেও জুনিয়র চিকিৎসকরা কোনও সাড়া দেননি৷ অচলাবস্থা কাটাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম চেষ্টা করা হয়েছে৷ জুনিয়র চিকিৎসকরা কি শেষ পর্যন্ত এই সঙ্কট কাটানোর সদিচ্ছা দেখাবেন নাকি মানুষের ভোগান্তি চলতে দেবেন৷’
advertisement
এ দিন বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক শুরু হওয়ার কথা ছিল৷ যদিও জুনিয়র চিকিৎসকরা সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে রওনাই হন পাঁচটার পরে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷