শহর থেকে রাজ্য, শনিবার সকাল থেকেই ব্রিগেডমুখী তৃণমূল কর্মী-সমর্থকেরা

Last Updated:
#কলকাতা: ১৯ জানুয়ারি এক নতুন ইতিহাস তৈরির অপেক্ষা । লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশ যেন মোদি-বিরোধী শক্তিগুলির মহাজোটের মঞ্চ। তৃণমূল সুপ্রিমোর উদ্যোগে ব্রিগেড সমাবেশে এক মঞ্চে আসছেন কংগ্রেস-সহ তামাম মোদি বিরোধী নেতৃত্ব ৷ থাকছেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, টিডিপি, আম আদমি পার্টি, জেডিইউ, আরজেডি, আরএলডির শীর্ষনেতারা ৷
অন্যদিকে, রাজ্যের নানা প্রান্ত থেকে দলের কর্মী সমর্থকেরা একে একে হাজির হচ্ছেন ব্রিগেডে ৷ দূর দূরান্ত থেকে আসা কর্মী সমর্থকেরা শুক্রবার রাত থেকেই অপেক্ষায় ছিলেন ৷ দিনের আলো ফুটতেই ঠাসা ভিড় ব্রিগেড চত্বরে ৷
হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন ৷ এছাড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকেও আসছে একের পর এক মিছিল ৷ সকলেরই গন্তব্য আজ ধর্মতলা ৷
advertisement
advertisement
শ্যামবাজার থেকে বিধান সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ব্রিগেডে ঢুকবে একটি মিছিল ৷ শিয়ালদহ থেকে মিছিল যাবে মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে ব্রিগেডে ৷ এছাড়াও হাওড়া থেকে ব্রেবোর্ন রোর্ড, টি বোর্ড, আর আর অ্যাভিনিউ হয়ে ব্রিগেডে ঢুকবে মিছিল ৷ অন্যদিকে, হাজরা থেকে এটিএম রোড, জওহরলাল নেহরু রোড হয়ে মিছিল এগোবে ব্রিগেডের দিকে ৷ খিদিরপুর থেকে হেস্টিংস হয়ে ব্রিগেড ময়দানে মিছিল করে যাবেন তৃণমূল কর্মী সমর্থকেরা ৷ পার্ক সার্কাস ময়দান থেকে সিআইটি রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে তৃণমূলের মিছিল যাবে ব্রিগেডে।
advertisement
এ ছাড়া, মিলন মেলা থেকে পার্ক সার্কাস সাত মাথার মোড়, পার্ক স্ট্রিট হয়েও মিছিল মিশবে ব্রিগেডে ৷
কী বার্তা দেবেন মমতা ? কী বার্তাই বা দেবেন ভিনরাজ্যের নেতারা ?
মমতার নেতৃত্বে নয়া রাজনৈতিক সমীকরণ ? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজ ব্রিগেডের দিকে তাকিয়ে জনতা থেকে রাজনৈতিক মহল ৷
প্রসঙ্গত, ব্রিগেডের সভার জন্য একাধিক বাস নিয়ে নেওয়ার জেরে ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ ৷ রাস্তায় দেখা মিলছে না বেসরকারি বাসের ৷ তবে, যাতায়াতের সমস্যা সমাধানের জন্য কলকাতায় চলছে অতিরিক্ত ৫০০টি সরকারি বাস ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহর থেকে রাজ্য, শনিবার সকাল থেকেই ব্রিগেডমুখী তৃণমূল কর্মী-সমর্থকেরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement