Kunal Ghosh, Mithun Chakraborty: যে মিঠুনকে নিয়ে এত কথা...এবার তারই মুখোমুখি হবেন কুণাল ঘোষ? রবিবারের দুপুরে কী হচ্ছে এমন?
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Kunal Ghosh, Mithun Chakraborty:সম্প্রতি রাজনৈতিক চাপানউতোরে বারবার জড়িয়েছেন মিঠুন চক্রবর্তী ও কুণাল ঘোষ।
কলকাতা: সম্প্রতি রাজনৈতিক চাপানউতোরে বারবার জড়িয়েছেন মিঠুন চক্রবর্তী ও কুণাল ঘোষ। একে অপরের রাজনৈতিক অবস্থান নিয়ে বারবার নানা প্রশ্ন তুলেছেন। এই আবহের মাঝেই আগামীকাল দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে একই সময়ে হাজির হচ্ছেন দুই জন নেতা-অভিনেতা।
সূত্রের খবর, দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউতে একটা ডাবিং স্টুডিও আছে। সেখানে প্রজাপতি-২ সিনেমার ডাবিংয়ে দুপুর ১২’টায় হাজির থাকার কথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। আবার ওই একই স্থানে অরিন্দম শীল পরিচালিত কর্পূর সিনেমার ডাবিংয়ে হাজির থাকবেন কুণাল ঘোষ। জানা যাচ্ছে ওই স্টুডিওতে দুই ফ্লোরে দুটো ডাবিং রুম আছে। কিন্তু শিল্পী বা বাকি কলাকুশলীদের বসার জন্যে আছে একটা কমন লাউঞ্জ। ফলে সেখানেই মুখোমুখি হবার সম্ভাবনা আছে মিঠুন-কুণালের।
advertisement
এমন অবস্থায় দুই রাজনৈতিক দলের নেতার বক্তব্য আর পাল্টা বক্তব্য নিয়ে গত কয়েক মাস ধরে চূড়ান্ত চাপানউতোর চলছে। এই অবস্থায় তাদের মুখোমুখি হলে কী অবস্থা হবে তা ভেবে অনেকেই নানা ধরনের কল্পনা করছেন। ইতিমধ্যেই এই একই সময়ে কাকতালীয় ভাবে দুইজনের ডাবিং পড়ে যাওয়ার বিষয়টি জানান হয়েছে পরিচালক ও প্রযোজকদের। জানিয়েছে স্টুডিও কর্তৃপক্ষ। সূত্রের খবর আলাদা বসার ব্যবস্থাও করা হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: স্থির হয়ে গেল দিনক্ষণ! নভেম্বর মাসের…কবে থেকে শুরু হবে চিংড়িঘাটায় মেট্রোর কাজ? জেনে নিন
অভিনেতা কুণাল ঘোষ অবশ্য বলছেন, অভিনেতা মিঠুন চক্রবর্তী অনেক বড়। আমি নেতা দলবদলু মিঠুন চক্রবর্তীর সিদ্ধান্তর বিরোধী। আর এটা একটা প্রফেশনাল জগত্। আমি আমার কাজ করতে স্টুডিওতে যাব। আমার শিডিউল বদলানোর প্রসঙ্গ ওঠেই না। এই ব্যাপারে এখনও অবধি মিঠুন চক্রবর্তীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে জোর চর্চা চলছে রবিবাসরীয় দুপুরে কি মুখোমুখি হবেন মিঠুন-কুণাল?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 25, 2025 1:47 PM IST










