#কলকাতা : ফের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মদন মিত্র (Madan Mitra)। আজ অর্থাৎ বুধবার দুপুরেই তাঁর শ্বাসকষ্টের মাত্রা বৃদ্ধি পাওয়ায় তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় মদন মিত্রের পরিবার। এস এস কে এম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকৎসাধীন রয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে পঞ্চম দফা ভোটের দিনও অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। সেদিন স্থানীয় এক কার্যালয়ে নিয়ে গিয়ে তাঁকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও আজ সকালে ফের গুরুতর অসুস্থ বোধ করেন মদন।
কিন্তু সেই পরীক্ষা করার আগেই ফের এদিন অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের কামারহাটি (Kamarhati) কেন্দ্রের প্রার্থী। গত শনিবারই এই কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সেদিন সকাল থেকে বিকাল পর্যন্ত খোশমেজাজ লাল হুড খোলা জিপে এক বুথ থেকে আর এক বুথে ঘুরতে দেখা গিয়েছিল মদন মিত্রকে। পরে বিকালের দিকে শ্বাস কষ্ট জনিত অস্বস্থি বোধ করেন তিনি। রথতলার একটি দলীয় কার্যালয়ে তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়েছিল সেদিন। বারবার মদন মিত্রের এভাবে অসুস্থ হওয়ার খবর উদ্বেগ বাড়াচ্ছে তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকদের মনে। আপাতত এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে উডবার্ণ ওয়ার্ডে চিকৎসাধীন রয়েছেন মদন মিত্র।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Election 2021, Madan Mitra