Abhishek Banerjee: সংসদে বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটিতে এবার অভিষেক! জোট সরকারের চাপের মুখেই কি এই সিদ্ধান্ত কেন্দ্র সরকারের?
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Ankita Tripathi
Last Updated:
Abhishek Banerjee: এনডিএ সরকারের সংসদীয় কমিটিতে বিরোধীদের দাপট অব্যাহত। এবার বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটিতে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এনডিএ সরকারের সংসদীয় কমিটিতে বিরোধীদের দাপট অব্যাহত। এবার বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটিতে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবারই সংসদীয় স্থায়ী কমিটিতে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন জায়গা পেয়েছেন।
এবার বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলা থেকে রেকর্ড ভোটে জয়ী ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি বছরে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর দেখা যায় একক সংখ্যাগরিষ্ঠতায় দেশ চালানোর অবস্থা নেই বিজেপির। তাই শরিক দল নিয়ে তৈরি হয়েছে এনডিএ নেতৃত্বাধীন জোট সরকার।
advertisement
আরও পড়ুন: পুজোর সময়েই তুঙ্গে বৃহস্পতি! ৫ রাশির দরজায় ভাল সময়, হাতে ‘কুবেরের ধন’, ব্যবসা ফুলে ফেঁপে উঠবে
advertisement
অন্যদিকে বিরোধী ইন্ডিয়া শিবির যেভাবে অধিবেশনের প্রথম দিন থেকে কোণঠাসা করেছে কেন্দ্রীয় সরকারকে তাতে বেশ কিছুটা সাবধানী ভূমিকায় বিজেপি। এর আগে সংখ্যার জোরে যেকোনও সিদ্ধান্ত বিরোধীদের ওপর চাপিয়ে দেওয়া যেত, কিন্তু এবারে ছবিটা সম্পূর্ণ রকম। কেন্দ্রের শাসক দলের উপর চাপ বাড়াচ্ছে অবিজেপি দলগুলি। আর সংসদে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তৃণমূল কংগ্রেসের গুরুত্ব বেড়েছে দেশীয় রাজনীতিতে। যার ফল হিসেবে এবার বিদেশ মন্ত্রকের মত গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রাখতে বাধ্য হল এনডিএ সরকার।
advertisement
ইতিমধ্যেই রাজনৈতিক মহল বলছে দেশের প্রেক্ষাপটে এটা তৃণমূলের বড় জয়। তৃতীয়বার মোদি সরকার শপথ নেওয়ার ১০০ দিন কেটে যাওয়ার পরও সংসদীয় পরম্পরা লঙ্ঘন করে স্থায়ী কমিটি গঠন না হওয়া নিয়ে তোপ দেগেছিলেন বিরোধীরা। পুরো বিষয়টি নিয়ে কেন্দ্র অহেতুক টালবাহানা করছে এই অভিযোগ তুলে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন চিঠি লেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে।
advertisement
আরও পড়ুন: মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে? এই ৫ টিপস্ কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে সন্তান
লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল সংসদের সংখ্যা এখন ৪১। তাই গুরুত্বপূর্ণ মন্ত্রকের সংসদীয় কমিটি যে তৃণমূল ছাড়া তৈরি করা যাবে না তা বুঝতে পেরেই এবার বিদেশ মন্ত্রকের কমিটির তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রাখল কেন্দ্র সরকার।
advertisement
প্রকাশিত তালিকা অনুযায়ী লোকসভার এই কমিটির সদস্যদের মধ্যে চতুর্থ স্থানেই নাম রয়েছে অভিষেকের। রাজ্যসভার তালিকায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের নাম রাখা হয়েছে। এছাড়া অভিষেক বন্দোপাধ্যায় প্রতিরক্ষা মন্ত্রকের কমিটিতে আছেন। ডেরেক ও ব্রায়ান আছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কমিটিতে৷ মহুয়া মৈত্র আছেন আইটি ও টেলিকমিউনিকেশন কমিটিতে৷ সাংসদ দীপক অধিকারী আছেন প্রতিরক্ষা কমিটিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 28, 2024 10:47 AM IST










