#কলকাতা: বিধানসভা ভোটের আগে অনেক দেরি। কমসেকম নয় মাস দেরি রয়েছে রাজ্যের মসনদে আসার ইভিএম লড়াইয়ের। তবু তার আগে তাল ঠুকতে শুরু করেছে বিজেপি। বুধবার উত্তর কলকাতার বিভিন্ন থানায় বিক্ষোভ দেখাল বিজেপি। উত্তর দিনাজপুরের হেমতাবাদ এর বিধায়কের রহস্য মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ বিজেপির।
বুধবার বিকেল সাড়ে ৩টে নাগাদ শ্যামপুর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। বিকেলে বিক্ষোভ দেখানো হয় আমহার্স্ট স্ট্রিট থানা,মুচিপাড়া থানা সহ একাধিক থানায়। শ্যামপুকুর থানায় বিক্ষোভের জেরে থানার সামনের শ্যামবাজার স্ট্রিট বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালীন থানার ভিতরে গিয়ে ডেপুটেশনও দিয়ে আসেন বিজেপির নেতাকর্মীরা।
বিজেপি নেতা ব্রজেশ ঝা কথায়, " আজ ভবিষ্যতের আন্দোলনের একটা টোকেন দেখিয়ে গেলাম আমরা। হেমতাবাদ এর ঘটনার শুধু প্রতিবাদ নয়। উত্তর কলকাতা জুড়ে বিজেপির কর্মীদের আক্রমণ করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে। তা বন্ধ না হলে পুলিশকে ফল ভুগতে হবে। " শ্যামপুকুর এলাকার তৃণমূল কংগ্রেস নেতা খোকন দাস বিজেপির এমন বিক্ষোভকে পাত্তাই দিতে নারাজ। খোকন দাসের কথায়, "১০ নম্বর ওয়ার্ডের বাইরে থেকে লোক নিয়ে আসে এলাকায় বিক্ষোভ দেখানোর কোনো মানে নেই। মানুষ ওদের সাথে নেই। "
উত্তর কলকাতা জুড়ে কমবেশি সব থানাতেই এদিন বিকেলে একই রকম ছবি ধরা পড়ে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দোপাধ্যায়ের এলাকা বলে পরিচিত শ্যামপুকুর। কলকাতা পুরসভার ৭, ৮, ৯, ১০ নম্বর ওয়ার্ডে একটু একটু করে দানা বাঁধছে গেরুয়া শিবির। শেষ লোকসভা নির্বাচনে শ্যামপুকুর বিধানসভার ফলাফলে বেশ কিছুটা অস্বস্তিকর জায়গায় তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ দেখিয়ে লাভ কিছু হল? প্রশ্নের উত্তরে ব্রজেশ ঝা জানান, " শ্যামপুকুর থানা বড়বাবু আমাদের আশ্বস্ত করেছেন। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারব আমরা। বিজেপি কর্মীদের হেনস্থা রুখবে পুলিশ।"পুলিশের আশা নিয়ে এদিন বিক্ষোভের শেষ হয় ।
Arnab Hazra
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, BJP Agitation, TMC