সিবিআই হানার প্রতিবাদে আগামিকাল রাজ্যজুড়ে মিছিল করবে তৃণমূল
Last Updated:
#কলকাতা: সামনেই লোকসভা ভোট ৷ তার আগে চিটফান্ড তদন্তে নজিরবিহীন ঘটনা। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাংলোয় সিবিআই হানা। কোনও নোটিস ছাড়াই লাউডন স্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা। ঢুকতে বাধা পুলিশের। আটক করে শেক্সপিয়র থানায় নিয়ে যাওয়া হল সিবিআই অফিসারদের। খবর পেয়েই সিপির বাড়িতে মুখ্যমন্ত্রী। পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাংবিধানিক অভ্যুত্থানের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখান থেকে সরাসরি প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসলেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির রয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে আগামিকাল থেকেই তৃণমূলের প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ রাজ্যজুড়ে হবে এই প্রতিবাদ মিছিল ৷ ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল ৷ দুপুর ৩টে থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল ৷
advertisement
I will sit in dharna to save the Constitution: @MamataOfficial | গণতন্ত্র বাঁচাতে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় Highlights of her press conference: https://t.co/KaIxqzzdCH pic.twitter.com/HN2RI0z82b — All India Trinamool Congress (@AITCofficial) February 3, 2019
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2019 10:28 PM IST