TMC Candidate List: প্রার্থী তালিকা থেকে ছাঁটাই...বসিরহাটে বাদ পড়লেন নুসরত জাহান!..বদলে মমতার পছন্দ কে? হল নাম ঘোষণা

Last Updated:

তবে বিতর্কের কফিনে শেষ পেরেক ছিল অবশ্যই সন্দেশখালি৷ শেখ শাহজাহান, মহিলাদের উপরে অত্যাচার, জমি দখল ইত্যাদি নানাবিধ অভিযোগ ঘিরে যখন কার্যত জ্বলছে তাঁর কেন্দ্র বসিরহাটের সন্দেশখালি, তখন, কার্যত মাঠে ময়দানেই দেখা যায়নি অভিনেত্রীকে৷

কলকাতা: কানাঘুঁষো খবর তো ছিলই৷ সেই খবরে একেবারে সিলমোহল পড়ে গেল ব্রিগেডে৷ রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল একে একে ঘোষণা করল আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনে তাঁদের প্রার্থীর নাম৷ আর খানিকটা ‘অবধারিতভাবেই’ সেই তালিকা থেকে বাদ গেল বসিরহাটের সাংসদ নুসরত জাহানের নাম৷ বদলে থাকল তৃণমূলের নতুন চমক৷
বিতর্ক শুধু একটা ছিল না৷ প্রথমে বিয়ে ভাঙা নিয়ে বিতর্ক৷ তারপরে, একুশের বিজেপি প্রার্থী তথা অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসা দিয়ে শুরু৷ তবে, বিষয়টি এখানেই থেমে থাকেনি৷
কিছুদিন আগেই কলকাতার পাম অ্যাভিনিউয়ের একটি সংস্থার তরফে একাধিক প্রবীণ নাগরিক প্রতারিত হন, বলে অভিযোগ ওঠে। বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডার ওই অভিযোগে নাম জড়ায় তৃণমূল সাংসদ নুসরত জাহানের৷ যা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদও করেন ইডি আধিকারিকরা। এরপরেই অবশ্য নিজের বক্তব্য জানাতে একটি সাংবাদিক বৈঠক করেন অভিনেত্রী সাংসদ৷
advertisement
advertisement
আরও পডুন: সুজাতা, দেবাংশু…আর! বিজেপি-র ‘শক্তঘাঁটি’ জঙ্গলমহলে একের পর এক চমক…কাদের উপরে ভরসা রাখলেন মমতা?
তবে বিতর্কের কফিনে শেষ পেরেক ছিল অবশ্যই সন্দেশখালি৷ শেখ শাহজাহান, মহিলাদের উপরে অত্যাচার, জমি দখল ইত্যাদি নানাবিধ অভিযোগ ঘিরে যখন কার্যত জ্বলছে তাঁর কেন্দ্র বসিরহাটের সন্দেশখালি, তখন, কার্যত মাঠে ময়দানেই দেখা যায়নি অভিনেত্রীকে৷
শুধু তাই নয়, সন্দেশখালির ঘটনার মাঝেই প্রেম দিবসের দিন প্রেমিক যশের সঙ্গে ঘনিষ্ঠ ফোটোশ্যুট নিয়েও তীব্র সুর চড়ান বিজেপি নেতারা৷ চতুর্দিকে প্রশ্ন ওঠে, বিক্ষোভের আগুনে যাঁর সংদীয় কেন্দ্র জ্বলছে, সেখানকার সাংসদ নুসরত জাহান কই?
advertisement
এরপরেও অবশ্য আত্মপক্ষ সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করেন নুসরত৷ কিন্তু, তাতে যে বিশেষ ফল হয়নি, তৃণমূলের প্রার্থী তালিকাই তার প্রমাণ৷
আরও পডুন: ব্রিগেডের মঞ্চে জনতার সামনে নতজানু অভিষেক! লোকসভার আগে তুললেন নতুন স্লোগান..মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, ‘এটা তো ট্রেলার..’
বসিরহাট কেন্দ্রটি সংখ্যালঘু অধ্যুষিত৷ তৃণমূলের অন্দর সূত্রের খবর, এলাকার স্থানীয় নেতৃত্বের সঙ্গে বনিবনা হচ্ছিল না নুসরতের৷ তাছাড়া, কেন্দ্রে তাঁর গ্রহণযোগ্যতাও কমছিল৷ নিজের কেন্দ্রের মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ প্রায় ছিল না বলেই সূত্রের খবর৷
advertisement
এমন পরিস্থিতিতে বসিরহাট কেন্দ্রের জন্য অনেকদিন ধরেই একটা নতুন মুখ খুঁজছিল তৃণমূল৷ শেষমেশ সেই খোঁজ এসে থামল হাজি নুরুল ইসলামে৷
এলাকার ভূমিপুত্র৷ উত্তর ২৪ পরগনার বাহেরায় জন্ম৷ বর্তমানে ছোট বারাসতের জাগুলিয়ায় বাড়ি৷ ২০০৯ সালে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকেই জয়লাভ করেছিলেন নুরুল ইসলাম৷ ২০১৪ সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে লড়ে পরাজিত হয়েছিলেন তিনি। এরপর, ২০১৬ সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। বর্তমানে বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি৷ পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate List: প্রার্থী তালিকা থেকে ছাঁটাই...বসিরহাটে বাদ পড়লেন নুসরত জাহান!..বদলে মমতার পছন্দ কে? হল নাম ঘোষণা
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement