Tmc Bjp Clash: রাতে রণক্ষেত্র চেতলা, মমতা-ফিরহাদকে নিশানা রুদ্রনীলের!

Last Updated:

দু'পক্ষই অবশ্য একে অন্যের দিকে আঙুল তুলেছে। সব মিলিয়ে কলকাতার আশেপাশে ভোটের আঁচ আসতেই উত্তপ্ত হয়ে উঠল মহানগরী।

#কলকাতা: বঙ্গ ভোটের আঁচ এবার সরাসরি কলকাতায়। তৃণমূল-বিজেপির সংঘর্ষে  (Tmc Bjp Clash in Kolkata) রণক্ষেত্র চেহারা নিল চেতলা মোড়। দফায় দফায় দু-দলের পথ অবরোধ, অশান্তিতে অবরুদ্ধ হয়ে উঠল গোটা এলাকা। দু'পক্ষই অবশ্য একে অন্যের দিকে আঙুল তুলেছে। সব মিলিয়ে কলকাতার আশেপাশে ভোটের আঁচ আসতেই উত্তপ্ত হয়ে উঠল মহানগরী।
বিজেপির অভিযোগ, ঝামেলার সূত্রপাত ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে। তৃণমূল ওই ফ্লেক্স ছেড়ে বলে অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের অভিযোগ, তৃণমূলের গুন্ডাগিরির প্রতিবাদে তাঁরা যখন চেতলা থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন, তখনই তাঁদের উপর মিছিল করে এসে হামলা চালায় তৃণমূল কর্মীরা। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সংঘর্ষে একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। দু’পক্ষই দফায় দফায় চেতলা মোড় অবরোধ করে। গোটা ঘটনা ঘিরে উত্তপ্ত হয়েওঠে চেতলা।
advertisement
যে জায়গায় গন্ডগোল, তা ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত হওয়ায় তা নতুন মাত্রা পেয়েছে। এই ভবানীপুরই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র। এবার তিনি অবশ্য নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছেন। আর ভবানীপুরে তিনি প্রার্থী করেছেন, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর লোকসভা ভোট ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত এলাকায় বিজেপির অভাবনীয় ভোটবৃদ্ধি ওই আসনও ছিনিয়ে নিতে আগ্রহী করে তুলেছে গেরুয়া শিবিরকে।
advertisement
advertisement
এবারের ভোটে রুদ্রনীল ঘোষকে ভবানীপুরের প্রার্থী করে চমকে দিয়েছে বিজেপি। একসময় তৃণমূলের ছত্রছায়ায় থাকা রুদ্রনীল ভোটের আগেআগেই গেরুয়া শিবিরে নাম লেখান। তারপরই তাঁকে ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করে বিজেপি। আর সেখানেই তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। রুদ্রনীলের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এমনটা ঘটছে। তাঁর সরাসরি তির রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দিকেও। যদিও তৃণমূলের তরফে পুরো বিষয়টাই অস্বীকার করা হয়েছে। তাঁরা বরং, বিজেপির বিরুদ্ধে তাঁদের মিছিলে হামলা করার অভিযোগ তুলেছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tmc Bjp Clash: রাতে রণক্ষেত্র চেতলা, মমতা-ফিরহাদকে নিশানা রুদ্রনীলের!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement