#কলকাতা: বঙ্গ ভোটের আঁচ এবার সরাসরি কলকাতায়। তৃণমূল-বিজেপির সংঘর্ষে (Tmc Bjp Clash in Kolkata) রণক্ষেত্র চেহারা নিল চেতলা মোড়। দফায় দফায় দু-দলের পথ অবরোধ, অশান্তিতে অবরুদ্ধ হয়ে উঠল গোটা এলাকা। দু'পক্ষই অবশ্য একে অন্যের দিকে আঙুল তুলেছে। সব মিলিয়ে কলকাতার আশেপাশে ভোটের আঁচ আসতেই উত্তপ্ত হয়ে উঠল মহানগরী।
বিজেপির অভিযোগ, ঝামেলার সূত্রপাত ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে। তৃণমূল ওই ফ্লেক্স ছেড়ে বলে অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের অভিযোগ, তৃণমূলের গুন্ডাগিরির প্রতিবাদে তাঁরা যখন চেতলা থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন, তখনই তাঁদের উপর মিছিল করে এসে হামলা চালায় তৃণমূল কর্মীরা। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সংঘর্ষে একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। দু’পক্ষই দফায় দফায় চেতলা মোড় অবরোধ করে। গোটা ঘটনা ঘিরে উত্তপ্ত হয়েওঠে চেতলা।
এবারের ভোটে রুদ্রনীল ঘোষকে ভবানীপুরের প্রার্থী করে চমকে দিয়েছে বিজেপি। একসময় তৃণমূলের ছত্রছায়ায় থাকা রুদ্রনীল ভোটের আগেআগেই গেরুয়া শিবিরে নাম লেখান। তারপরই তাঁকে ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করে বিজেপি। আর সেখানেই তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। রুদ্রনীলের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এমনটা ঘটছে। তাঁর সরাসরি তির রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দিকেও। যদিও তৃণমূলের তরফে পুরো বিষয়টাই অস্বীকার করা হয়েছে। তাঁরা বরং, বিজেপির বিরুদ্ধে তাঁদের মিছিলে হামলা করার অভিযোগ তুলেছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rudranil Ghosh, TMC-BJP Clash, West Bengal Assembly Election 2021, West Bengal Election 2021