মতুয়া ভোট আর হাতছাড়া নয়! স্বচ্ছ ভাবমূর্তি, নিবিড় জংসংযোগ, এসআইআরের মতো ইস্যুতে জোর অভিষেকের
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গত কয়েক বছরে এই সাংগঠনিক জেলায় তৃণমূলের ফল ভাল নয়। পাশাপাশি সংগঠন শক্তিশালী করেছে বিজেপি। মতুয়া ভোট কার্যত হাতছাড়া হয়েছে। এই অবস্থায় বিধানসভা ভোটের আগে এখানে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল।
কলকাতা: রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্য জেলার মতোই রাজ্যসরকারের বিভিন্ন প্রকল্পগুলির প্রচার ও প্রসার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে সকলের অংশগ্রহণ, বুথে বুথে নিবিড় জনসংযোগে জোর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভাপতি সুব্রত বক্সি। বিশেষ করে বিজেপি যেসব এলাকায় জিতেছে সেখানে দলকে আরও জোরালেভাবে নামতে বলা হয়েছে।
নদিয়া জেলার বহু এলাকায় মতুয়া ভোট রয়েছে। সেখানেও দলের স্থানীয় নেতা, জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়কদের আরও বেশি করে জনসংযোগ এবং তাঁদের পাশে থেকে অভাব-অভিযোগ শুনে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। এই জেলার অনেকটাই সীমান্তবর্তী এলাকা। ফলে সেখানকার মানুষজনের সুযোগ-সুবিধা, অভাব অভিযোগেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ, সঙ্ঘবদ্ধভাবে দলের ও সরকারের কাজ করতে হবে।
advertisement
advertisement
গত কয়েক বছরে এই সাংগঠনিক জেলায় তৃণমূলের ফল ভাল নয়। পাশাপাশি সংগঠন শক্তিশালী করেছে বিজেপি। মতুয়া ভোট কার্যত হাতছাড়া হয়েছে। এই অবস্থায় বিধানসভা ভোটের আগে এখানে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। বৈঠকে অভিষেকের বার্তা দলের সবাইকে এক হয়ে চলতে হবে। দ্রুত ভুল ত্রুটি শুধরে বারবার সংগঠনিক জেলা হিসেবে রানাঘাটের যে সমস্যা তার সমাধান করতে হবে। গত বেশ কয়েকটি নির্বাচন ধরে টানা খারাপ ফল হয়ে আসছে রানাঘাট সংগঠনিক জেলায়। এই সমস্যা সমাধানে বেশ কিছু দাওয়াই দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দলকে আরও বেশি করে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লকস্তরে সাংগঠনিক রদবদল নিয়ে বৈঠকে আলোচনা হলেও এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 9:31 AM IST