বিনা টিকিটের যাত্রী ধরতে হাওড়া স্টেশনে টিকিট চেকিং অভিযান! হাতেনাতে ধরা পড়ল... শুনলে চমকে যাবেন

Last Updated:

হাওড়া স্টেশন-সহ পূর্ব রেলওয়ের বিভিন্ন অঞ্চলে টিকিট চেকিং অভিযান জোরদার করা হয়েছে, যার ফলে বিনা টিকিটে যাত্রা বন্ধ করার পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে এবং অনেক ক্ষেত্রে জরিমানা করা হয়েছে।

Representative image
Representative image
কলকাতা: হাওড়া স্টেশনে একটি ম্যাজিস্ট্রেট টিকিট চেকিং অভিযান পরিচালনা করল পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ। রেলওয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হাওড়া কোচিং-এর সহকারী বাণিজ্যিক ব্যবস্থাপকের সঙ্গে এই অভিযান পরিচালিত হয়। ৫০ জন টিকিট চেকিং কর্মী, ১০ জন আরপিএফ এবং ৩ জন জিআরপি কর্মীর একটি  দল তৈরি করে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন টিকিট অনিয়মের মোট ৬০৬টি ঘটনা সনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৩৭৪টি ঘটনা টিকিট ছাড়া ভ্রমণ। জরিমানা এবং অপরাধীদের উপর আরোপিত জরিমানা থেকে ২,১২,৩৮৫ টাকা আয় হয়েছে। গত কয়েকদিন ধরেই অভিযোগ এসেছে উৎসবের মরসুমে ভিড়কে কাজে লাগিয়ে বিনা টিকিটের যাত্রীদের যাতায়াত বেড়েছে। তাই বিশেষ অভিযান চালানো হয়। এছাড়া মফঃস্বলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনেও হবে এই অভিযান। পূর্ব রেলওয়ে সকল যাত্রীদের অসুবিধা এবং জরিমানা এড়াতে যথাযথ এবং বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার জন্য আবেদন জানিয়েছে। হাওড়া স্টেশন-সহ পূর্ব রেলওয়ের বিভিন্ন অঞ্চলে টিকিট চেকিং অভিযান জোরদার করা হয়েছে, যার ফলে বিনা টিকিটে যাত্রা বন্ধ করার পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে এবং অনেক ক্ষেত্রে জরিমানা করা হয়েছে। ভুয়ো টিকিট পরীক্ষক চিহ্নিত করতে এবং যাত্রীদের প্রতারণা থেকে রক্ষা করতে নতুন পরিচয়পত্র চালু করা হয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিনা টিকিটের যাত্রী ধরতে হাওড়া স্টেশনে টিকিট চেকিং অভিযান! হাতেনাতে ধরা পড়ল... শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement