যানজট এড়াতে শহরে নয়া তিনটি উড়ালপুলের পরিকল্পনা
Last Updated:
যানজট এড়াতে শহরে নয়া তিন উড়ালপুল। গোলাঘাটা দক্ষিণদাঁড়ি থেকে দমদম পার্ক, কৈখালি থেকে এয়ারপোর্ট আড়াই নং গেট।
#কলকাতা: যানজট এড়াতে শহরে নয়া তিন উড়ালপুল। গোলাঘাটা দক্ষিণদাঁড়ি থেকে দমদম পার্ক, কৈখালি থেকে এয়ারপোর্ট আড়াই নং গেট। এবং তারাতলা থেকে এসপি মুখার্জি রোড পর্যন্ত তৈরি হবে উড়ালপুল। একদিকে ভিআইপি রোডের সঙ্গে যশোর রোডের সংযোগ, অন্যদিকে দক্ষিণ কলকাতাকে যানজটমুক্ত করতে নতুন উড়ালপুলের পরিকল্পনা পূর্ত দফতরের।
বাড়ছে শহরের গন্ডি। পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির সংখ্যা। যানজটে আটকে যাচ্ছে শহরের গতি। বিমানবন্দর যাওয়ার পথে ভিআইপি রোডের উপর যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। সমস্যা সমাধানে নতুন তিনটি উড়ালপুল তৈরির সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর। তার মধ্যে একটি
প্রস্তাবিত উড়ালপুল
advertisement
----গোলাঘাটা দক্ষিণদাঁড়ি থেকে দমদম পার্ক পর্যন্ত উড়ালপুল
----প্রস্তাবিত ৪ লেনের উড়ালপুলের দৈর্ঘ্য ২ কিমি
advertisement
--- গোলাঘাটা থেকে শ্রীভূমি, বাঙুর হয়ে দমদম পার্কে শেষ হবে উড়ালপুল
বিমানবন্দর থেকে যশোর রোডের সংযোগস্থলের যানজট দীর্ঘদিনের সমস্যা। সেই সমস্যা মেটাতে এবার ভিআইপি রোডের সঙ্গে যশোর রোডকে যুক্ত করতে তৈরি হবে আরেকটি উড়ালপুল।
প্রস্তাবিত উড়ালপুল
- কৈখালি-এয়ারপোর্ট আড়াই নং গেট পর্যন্ত হবে এই নয়া উড়ালপুল
- উড়ালপুলের দৈর্ঘ্য ১ কিমি
advertisement
নতুন একটি উড়ালপুল পেতে চলেছেন দক্ষিণ কলকাতার মানুষও।
প্রস্তাবিত উড়ালপুল
- তারাতলা থেকে এসপি মুখার্জি রোড পর্যন্ত যাবে এই উড়ালপুল
- নিউ আলিপুর, টালিগঞ্জ সার্কুলার রোড হয়ে উড়ালপুলটি যাবে
নতুন উড়ালপুলের সমীক্ষার কাজ শেষ। ডিপিআর তৈরি হবে তাড়াতাড়ি। বাড়বে শহরের গতি। আশা করছেন পূর্ত দফতরের কর্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2018 8:57 AM IST