প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুয়ো ওয়েবসাইট খুলে ১৫০ জনকে প্রাথমিকে চাকরি, গ্রেফতার ৩
Last Updated:
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মধ্যেই সামনে এল প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুয়ো ওয়েবসাইট ৷
#কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মধ্যেই সামনে এল প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুয়ো ওয়েবসাইট ৷ পর্ষদের চিহ্ন এবং লোগো ব্যবহার করে জাল ওয়েবসাইট বানিয়ে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার প্রতারণা চক্র খুলে বসেছিল তিন ব্যক্তি ৷
পর্ষদ সভাপতি আর সি বাগচির অভিযোগ পেয়ে তিন প্রতারককে গ্রেফতার করল পুলিশ ৷ চাকরি দেওয়ার নামে ১৫০ জন চাকরিপ্রার্থীকে প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ৷ ধৃতদের কাছ থেকে মেলে জাল ইন্টারভিউ লেটার ও অ্যাপয়ন্টমেন্ট লেটার ৷
ওয়েবসাইটের মাথায় জ্বলজ্বল করছে পর্ষদের নাম ও লোগো ৷ খালি চোখে অমিল ধরা খুব শক্ত ৷ সেই ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক টেটের ফল ৷ এমনই টোপ ফেলে প্রতারণার ব্যবসা খুলে বসেছিল তিন প্রতারক ৷ রীতিমতো পরীক্ষার্থীদের ডেকে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করেছিল তারা ৷
advertisement
advertisement
বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, প্রায় ১৫০ জন পরীক্ষার্থীকে ডেকে তাদের প্রত্যেককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় এই তিন প্রতারক ৷ এর জন্য প্রত্যেকের কাছ থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা দাবি করে তারা ৷ টাকা নিয়ে চাকরিপ্রার্থীদের জয়েনিং উল্লেখ করে নিয়োগপত্রও দেওয়া হয় ৷
এ খবর পর্ষদের কানে যেতেই তারা বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই মূল অভিযুক্ত সূর্যকান্ত শাসমল সহ তিনজনকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ৬২ হাজার টাকা, চারটি চেক বই , ভুয়ো চাকরির নিয়োগপত্র ও সাতটি মোবাইল ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2017 4:11 PM IST