কী লেখা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাঠানো হুমকি চিঠিতে ?

Last Updated:

মেদিনীপুরের অনুষ্ঠানে এলে ছবি হয়ে যাবেন। সিএবি প্রেসিডেন্টকে হুমকি চিঠি। বিষয়টি পুলিশ কমিশনার রাজীব কুমারকে জানিয়েছেন মহারাজ। শুরু হয়েছে তদন্ত।

#কলকাতা: মেদিনীপুরের অনুষ্ঠানে এলে ছবি হয়ে যাবেন। সিএবি প্রেসিডেন্টকে হুমকি চিঠি। বিষয়টি পুলিশ কমিশনার রাজীব কুমারকে জানিয়েছেন মহারাজ। শুরু হয়েছে তদন্ত।
আগামী উনিশ তারিখ মেদিনীপুরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং মেদিনীপুর জেলা ক্রিকেট সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানে যাওয়ার আগে বেহালার বীরেন রায় রোডে এসেছে খামবন্দি এক চিঠি। যা খুলতেই সবাই অবাক। হুমকি মেশানো ভাষায় এই চিঠি লেখা হয়েছে সৌরভের মা নিরুপমা গঙ্গোপাধ্যায়ের প্রতি। বয়ানে বলা হয়েছে।
advertisement
IMG-20170110-WA0000
advertisement
সৌরভ এলে আর ফিরে যাবেন না। তাই আগে থেকে চিঠি দিয়ে সতর্ক করা হল। আশিস চক্রবর্তী চাকরি দেওয়া নাম করে বহু লোকের থেকে টাকা নিয়েছেন। এই জন্য চিঠি দেওয়া হল। এলে ছবি হয়ে ফিরবেন সৌরভ।
IMG-20170110-WA0001
advertisement
জেড আলম নামের এই প্রেরক কে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। পুলিশি তদন্তের পাশাপাশি, গুঞ্জন চিঠির প্রকাশ্যে আনার দিন ঘিরেও। কারণ, এই চিঠি সামনে এল সিএবির জরুরি কর্মসমিতির দিনেই।
জানা যাচ্ছে , গত ৫ জানুয়ারি হুমকির চিঠি এসে পৌঁছয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই হুমকির খবরের সত্যতা স্বীকার করেছেন ৷ থানায় অভিযোগ দায়েরও করেছেন ইতিমধ্যে ৷ বে ১৯ তারিখ ওই অনুষ্ঠানে যাবেন কী না, তা নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কী লেখা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাঠানো হুমকি চিঠিতে ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement