বেনারসের আরতির স্বাদ মিলবে এ রাজ্যেও! গঙ্গাসাগর মেলায় থাকছে বিশেষ আকর্ষণ

Last Updated:

সন্ধ্যা আরতির পাশাপাশি বাংলার সংস্কৃতিকে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে গঙ্গাসাগর মেলায় তুলে ধরা হবে প্রতিদিন।

#ওঙ্কার সরকার, কলকাতা: গঙ্গাসাগর মেলায় এবার বিশেষ আকর্ষণ গঙ্গাআরতি৷ উত্তরপ্রদেশের বেনারসের গঙ্গাআরতির মতোই সম্প্রতি কলকাতা শহরের বাজা কদমতলা ঘাটে চিহ্নিতকরণ করা হয়েছে জায়গা। দশেশ্বরমেদ ঘাটে ঠিক কতটা জায়গাজুড়ে সন্ধ্যাআরতি হয় এবং অন্য অনুসঙ্গিনক বিষয় খতিয়ে দেখতে কলকাতা পুরসভার তরফে এক বিশেষ প্রতিনিধি দল খুব শীঘ্রই উত্তরপ্রদেশ যাচ্ছে। এরই মাঝে এবারের গঙ্গাসাগর মেলাও শুরু হচ্ছে। গঙ্গাসাগর মেলা ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। মেলায় বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে গঙ্গাআরতির ব্যবস্থা।
গঙ্গাসাগর মেলায় প্রতিবাই ছোটছোট করে গঙ্গা আরতির ব্যবস্থা থাকে । কিন্তু সেই আরতিগুলি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে, ছোট আকারে হয়। এবার সাগর সঙ্গমে রোজই আরতি দেখার সুযোগ মিলবে। ২ নম্বর এবং ৩ নম্বর রাস্তার মাঝ বরাবরগঙ্গার তীরের দিকে প্রতিদিন সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, বড়দিনে আবহাওয়ার বড় আপডেট হাওয়া অফিসের
সন্ধ্যা আরতির পাশাপাশি বাংলার সংস্কৃতিকে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে গঙ্গাসাগর মেলায় তুলে ধরা হবে প্রতিদিন। এর আগে জেলাশাসকের বাংলোর ভিতরে  ছোট আকারে লাইট অ্যান্ড সাউন্ড দেখার সুযোগ পাওয়া যেত। এবার জেলা শাসকের বাংলোর বাইরে বাংলার সংস্কৃতিকে তুলে ধরবে গঙ্গাসাগর মেলা কমিটি। স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা এ বিষয় জানান, বিভিন্ন মন্দির স্থাপত্য, সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হবে লাইট অ্যান্ড সাউন্ডের মধ্যে দিয়ে। এতে বাংলার সংস্কৃতি বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে। তিনি আরও জানান, এবারের মেলার এই নতুন দুই আয়োজন মেলাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেনারসের আরতির স্বাদ মিলবে এ রাজ্যেও! গঙ্গাসাগর মেলায় থাকছে বিশেষ আকর্ষণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement