রাজনৈতিক আবেগ উসকে দিলেন দিলীপ, 'এই বাড়ি আমাদের কাছে মন্দিরের মতো', বিজয়া সম্মিলনী থেকে বার্তা

Last Updated:

বিজয়া সম্মিলনী থেকেই মুরলীধর সেন লেনের পুরনো পার্টি অফিসের আবেগকে উসকে দিলেন দিলীপ। এই বাড়ি থেকেই তাঁর নেতৃত্বে বিজেপির সাফল্য, সেটাই ফের বুঝিয়ে দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি। 

রাজনৈতিক আবেগ উসকে দিলেন দিলীপ, 'এই বাড়ি আমাদের কাছে মন্দিরের মতো', বিজয়া সম্মিলনী থেকে বার্তা
রাজনৈতিক আবেগ উসকে দিলেন দিলীপ, 'এই বাড়ি আমাদের কাছে মন্দিরের মতো', বিজয়া সম্মিলনী থেকে বার্তা
কলকাতা: সামনেই নির্বাচন। সদ্য দায়িত্ব নিয়েছেন দলের নতুন রাজ্য সভাপতি। এবার দলের অন্দরে ফের গুরুত্ব বাড়ছে দিলীপ ঘোষের। শনিবারের বিজয়া সম্মিলনী থেকে দিলীপ উসকে দিলেন পুরনো আবেগ। শনিবার বিজয়া সম্মিলনীর আয়োজন করেন দিলীপ ঘোষ। বিজেপির পুরনো অফিস ৬ নম্বর মুরলীধর সেন লেনেই হয় এই আয়োজন।এই বিজয়া সম্মিলনী থেকেই মুরলীধর সেন লেনের পুরনো পার্টি অফিসের আবেগকে উসকে দিলেন দিলীপ। এই বাড়ি থেকেই তাঁর নেতৃত্বে বিজেপির সাফল্য, সেটাই ফের বুঝিয়ে দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি। বিজয়া সম্মিলনী থেকে দিলীপ বলেন, “এই বাড়ি আমাদের কাছে মন্দিরে মত। এখান থেকেই পার্টি বেড়েছে। চার থেকে ৪০ শতাংশ ভোট হয়েছে‌।”
তাঁর নেতৃত্বেই বিজেপি পশ্চিমবঙ্গে ১৮ জন সাংসদ এবং ৭৭ বিধায়ক পায়। সেই কথা মনে করিয়ে তিনি বলেন, “বহু এমএলএ, এমপি এই বাড়ি থেকে জিতেছে।” মাঝে বেশ কিছু বছর বিজেপি-তে প্রায় একঘরে হয়েছিলেন দিলীপ। এই অফিসেই তিনি এতদিন ঢুকতে পারতেন না। শনিবারের অনুষ্ঠান থেকে তিনি বলেন, “এই বাড়িতেই বসতেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই এ বাড়ি আমাদের অন্তরে থাকবে। সংসার বড় হলে আরও বাড়ির, ঘরের খোঁজ হয়। এখানেও তাই হয়েছে। ছয় নম্বর থেকে পাঁচ নম্বরে পার্টি গিয়েছে।’ পাঁচ নম্বর হিসেবে পাঁচ নম্বর সেক্টরের কথা বলেন তিনি।‌ এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। এবার এই অনশনকেই কটাক্ষ করেছেন তিঞ্জি। দিলীপ বলেন, “সিঙ্গুরে তো মমতা অনশন করেছেন। তাতে তো মরে যায়নি। পৃথিবীতে কেউ অনশন করলে মরে না।” সভাপতি হওয়ার পরেই শমীক ভট্টাচার্য উদ্যোগ নেন দিলীপের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার। বিজয়া সম্মিলনী আয়োজনের খবরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, ফের দিলীপ ঘোষকে দলের কোর কমিটিতে নিয়ে আসা হতে পারে। এদিন মুরলীধর সেন লেনের অফিস থেকে দিলীপ বলেন,‌” আমার কী ভূমিকা হবে পার্টি ঠিক করবে। আমি বিধায়ক হয়েছিলাম পার্টি ঠিক করেছিলো বলে।” বাংলায় বিজেপি নেতৃত্ব এর মধ্যে যদিও দীলিপ ঘোষ এর বিজয়া সম্মিলনী নিয়ে আলোচনা হলেও কেউই  প্রকাশ্যে মুখ খুলতে চাননি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজনৈতিক আবেগ উসকে দিলেন দিলীপ, 'এই বাড়ি আমাদের কাছে মন্দিরের মতো', বিজয়া সম্মিলনী থেকে বার্তা
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement