মাঝরাতে মন্দিরে হানা চোরেদের! লেকটাউনে চুরি গেল কোটি টাকার গয়না থেকে মুকুট!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Priti Saha
Last Updated:
ফের শহরের বুকে দুঃসাহসিক চুরি! গতকাল রাতে আনুমানিক পৌনে দুটোর সময় লেকটাউন হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি হয়। সিসি ক্যামেরায় দেখা যায় ৪ জনের একটি চোরের দল এই কাজটি করে।
লেকটাউন: ফের শহরের বুকে দুঃসাহসিক চুরি! গতকাল রাতে আনুমানিক পৌনে দুটোর সময় লেকটাউন হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি হয়। সিসি ক্যামেরায় দেখা যায় ৪ জনের একটি চোরের দল এই কাজটি করে।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোনা /রুপোর গহনা, মুকুট সহ দান পাত্রর অধিকাংশ জিনিস নিয়েই চম্পট দেয় ৪ চোরের ওই দল। কর্তৃপক্ষ সূত্রের খবর, এখনও হিসাব করে দেখা হয়নি ঠিক কত টাকার জিনিস চুরি গিয়েছে। তবে অনুমান করা হচ্ছে, চুরি যাওয়া জিনিসের মূল্য কোটি টাকার উপর।
ইতিমধ্যেই তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ, একইসঙ্গে এই ঘটনার তদন্তে নেমেছে ডিটেক্টিভ ডিপার্টমেন্টের আধিকারিকেরাও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 7:53 PM IST