দেখুন কলকাতার কোন সেতুগুলি বিপজ্জনক, আপনার বাড়ি ফেরার রাস্তায় কি এগুলো পড়ছে?

  • Share this:

    #কলকাতা: প্রথমে পোস্তা, তারপর মাঝেরহাট ৷ এই দুই ভয়াবহ দুর্ঘটনার পরে কলকাতার মানুষের কাছে উড়ালপুল বা সেতু যেন ত্রাশ ৷ রাস্তায়-ঘাটে, ফেসবুকে, ট্যুইটারে সেতু নিয়ে আলোচনায় মত্ত কলকাতাবাসী ৷ সেতু ভাঙা নিয়ে রসিকতাও নানাভাবে শেয়ার হচ্ছে হোয়াটসঅ্যাপে৷ অবশ্য একেবারেই এই অভ্যাস কাম্য নয় ৷ আসুন, এক নজরে দেখা নেওয়া যাক কলকাতার কোন কোন সেতুগুলো বিপজ্জনক ৷

    খবর অনুযায়ী, রাজ্যের সব সেতুর সংস্কারের সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার ৷ ২০১৯-এর জানুয়ারির মধ্যে কাজ শেষের নির্দেশপূর্ত, কেএমডিএ, সেচ দফতরকে নির্দেশ ৷ কাজ শেষের নির্দেশ দিল নবান্ন ৷ ১০ বছরের মধ্যে সংস্কার না হওয়া সেতু সেতুগুলি সংস্কারে অগ্রাধিকার ৷ মঙ্গলবার কেএমডিএ-র ১৫ ব্রিজের প্রাথমিক রিপোর্ট জমা পুরমন্ত্রীর কাছে ৷ তার মধ্যে ১১টি সেতুর অবিলম্বে সংস্কার প্রয়োজনকেএমডিএ অধীনস্থ সেই ১১টি সেতু চলতি সপ্তাহেই পরিদর্শনে যাবেন ফিরহাদ হাকিম ৷

    42151275_311602342906478_190020799262883840_n

    দেখে নিন সেই তালিকা-১) বিজন সেতু (যা কিনা গড়িয়াহাট থেকে কসবা কানেক্ট করে)২) অরবিন্দ সেতু (গৌরিবাড়ি থেকে উল্টোডাঙা যোগাস্থাপন করে)৩) কালীঘাট ব্রিজ (কালীঘাট থেকে গোপালনগর কানেক্ট করে)৪) দুর্গাপুর ব্রিজ (গোলপার্ক থেকে ঢাকুরিয়া কানেক্ট করে)৫) উল্টোডাঙা ফ্লাইওভার (ইএম বাইপাস ও ভিআইপি-র সংযোগস্থাপন)৬) সুকান্ত সেতু (সুলেখা, যাদবপুর ও সন্তোষপুরের সংযোগস্থাপন)৭) বঙ্কিম সেতু (হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান)৮) চিংড়িহাটা ফ্লাইওভার (ইএম বাইপাস থেকে সুকান্তনগর)৯) শিয়ালদা ফ্লাইওভার (বিদ্যাপতি সেতু )১০) ৪ নম্বর ব্রিজ (পার্কস্টেশনের ওপরে)১১) জীবনানন্দ সেতু (যাদবপুর থানার নিকট)

    এই তালিকা থেকে আপাতত বাদ পড়েছে অর্থাৎ যেগুলো আপাতত বিপজ্জনক নয়, সেগুলি হল-ঢাকুরিয়া ব্রিজআম্বেদকর ব্রিজ (সায়েন্স সিটি থেকে ভিআইপি বাজার)আর্ক টাইপ ব্রিজ (সল্টলেক করুণাময়ীর নিকট)চেতলা ব্রিজ

    First published:

    Tags: Kolkata Bridge