Bengal Global Summit 2022: এবারের শিল্প সম্মেলন থেকে ৪০ লক্ষের বেশি চাকরি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Bengal Global Summit 2022: মুখ্যমন্ত্রী জানান, সেক্টরিআল কমিটিগুলো সারাবছর ধরে কাজ করবে। প্রতিমাসে ১ বার করে তাঁরা দেখা করবেন। পলিসি চেঞ্জ নিয়ে মতামত দেবেন। ১৩৭টা মৌচুক্তি হয়েছে এর মধ্যেই৷ ৩,৪২,৩৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি।
#কলকাতা: ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার লগ্নি প্রস্তাব, ঘোষণা মমতার৷ "আমরা লড়াই করছি। উন্নয়ন কখনও থামানো যায় না। বাংলা সবসময় পদ দেখাত, আবার দেখাবে৷" জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্ব বাংলা সম্মেলনের আজ দ্বিতীয় দিন। উপস্থিত ছিলেন একাধিক উদ্যোপতি থেকে শুরু করে শিল্পপতিরা।
পাশাপাশি তিনি এও জানান, ২ বছর আগে আমরা বিদেশ যেতাম।আলোচনা করতাম। শিল্পের প্রতিনিধিদল যেত আমাদের সঙ্গে। শেষ দু'দিন অসাধারণ সাফল্য এসেছে। আমরা শুধু কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকিনি। জেলাগুলোতেও গিয়েছি।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, "সেক্টরিআল কমিটিগুলো সারাবছর ধরে কাজ করবে। প্রতিমাসে ১ বার করে তাঁরা দেখা করবেন। পলিসি চেঞ্জ নিয়ে মতামত দেবেন। ১৩৭টা মৌচুক্তি হয়েছে এর মধ্যেই৷ ৩,৪২,৩৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি। আগের ৫ বছর ১২ লক্ষ কোটি টাকার প্রস্তাব এসেছিল। তার মধ্যে অনেকগুলো কার্যকরী হয়েছে। অনেকগুলো কার্যকরের পথে। ২৬ টা হেলিকপ্টার সেন্টার করেছি আমরা।"
advertisement
ধন্যবাদ জ্ঞাপন করতেও ভোলেননি তিনি৷ অমিত মিত্র, মুখ্যসচিবদের কৃতজ্ঞতা জানান৷ মহামারি আসবে যাবে, কিন্তু উন্নয়ন চলতে থাকবে। আমাদের এভাবে থামানো যাবে না। তাই এই অবিস্মরণীয় সাফল্য৷ এবার সবাই এমন সম্মেলন আয়োজন করবে। এটা শিল্পের জন্য উৎসব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2022 4:25 PM IST