সেলিপুরপল্লিতে ‘অন্তঃস্থ শক্তি’, ৯৩তম বর্ষে জীবন-মৃত্যুর মেলবন্ধন
Last Updated:
জীবন এগোয় নিজের নিয়মে। হিসেব বুঝে নেয় মৃত্যু। শেষেরও শুরু থাকে।
#কলকাতা: জীবন সকলেরই প্রিয়। ধুমধাম তার উদযাপন। তবু মৃত্যু অনিবার্য। তারপর? সত্যি কী আত্মা অবিনশ্বর? প্রশ্নের ভিড়ে উত্তর খোঁজে তিরানব্বই বছরে পা দেওয়া সেলিমপুর পল্লি। মণ্ডপ জুড়ে উৎসব-যাপন।
জীবন এগোয় নিজের নিয়মে। হিসেব বুঝে নেয় মৃত্যু। শেষেরও শুরু থাকে। শরীর পঞ্চভূতে বিলীন হলেও, আত্মার নাকি ক্ষয় নেই। অন্তঃস্থ সেই শক্তি এবার দক্ষিণ কলকাতার সেলিমপুরপল্লির পুজোর থিম।
মণ্ডপ জুড়ে আশা-নিরাশার ছবি। কোথাও জন্মের উদযাপন। কোথাও মৃত্যুর স্তব্ধতা। বাল্ব, বাঁশ,খাট, সিঁ়ড়ি, নামাবলিতে যেন জীবনের বৃত্ত সম্পূর্ণ। শিল্পীর ভাবনায়, মৃন্ময়ীর চিন্ময়ী হয়ে ওঠাও অনেকটা জীবনেরই মত।
advertisement
advertisement
৯৩ বছরে পা দেওয়া সেলিমপুর পল্লির দুর্গার কারিগর বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2019 11:27 PM IST