• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • এক যুগ পরেও সমান জনপ্রিয় নাট্যমেলা !

এক যুগ পরেও সমান জনপ্রিয় নাট্যমেলা !

Photo: News 18 Bangla

Photo: News 18 Bangla

 • Share this:

  #গড়িয়া: গড়িয়ার কাঁথিপোতায় বৃহস্পতিবার থেকে শুরু হল চারদিনের নাট্য মেলা। উদ্যোক্তা নাট্যভূমি। ২০০৮ সালে শুরু হওয়া নাট্য উৎসব ধীরে ধীরে এলাকাবাসীর জীবনের অঙ্গ হয়ে উঠেছে। আট থেকে আশি সকলেই ভিড় জমান নাটক দেখতে।

  শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজের জীবন্ত প্রতিচ্ছবি নাটক। তাই ইন্টারনেট আর সোশাল মিডিয়ার দাপটেও এক যুগ আগে শুরু হওয়া নাট্য মেলা সমান ভাবে টানে নতুন প্রজন্মকে। মুঠোফোনের মিডিয়া সোশাল হলেও, এটাই তাঁদের ধীরে ধীরে 'আন-সোশাল' করে তুলছে। তাই নাট্য মেলায় চার দিনের জন্য হলেও হাতে ধরা ফোনটা স্থান পায় পকেটে বা ব্যাগে। মুখ্য হয়ে ওঠে নাটক।

  সমাজের সকল স্তরের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ আরও বেশি প্রয়োজন। এর পক্ষে আরও বেশি করে সওয়াল করেছেন উদ্যোক্তারা। শহরের বহু নামী নাট্যগোষ্ঠী এই মঞ্চে নাটক পরিবেশন করে। অনুষ্ঠানের সমাপ্তিতে এক বছরের অপেক্ষায় সকলে।

  First published: