রাজ্য মন্ত্রিসভায় রদবদল, সরানো হচ্ছে ৩ মন্ত্রীকে
Last Updated:
#কলকাতা: সামনেই গিয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ আর তা নিয়ে পর্যালোচনা করার সময় দেখা গিয়েছে আদিবাসী এলাকায় ভোট ব্যাঙ্ক বড়সড় ধাক্কা খেয়েছে ৷ এর জেরেই পঞ্চায়েত নির্বাচনের পরপরই সরানো হচ্ছে রাজ্যের তিন মন্ত্রীকে ৷ রদবদল হতে চলেছে মন্ত্রিসভায় ৷
নবান্ন সূত্রে খবর, আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুরকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে, পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাত এবং অবনী জোয়ারদারকে ৷
উল্লেখ্য, দফতরহীন মন্ত্রী ছিলেন অবনী জোয়ারদার ৷ জানা গিয়েছে, অসুস্থতার কারণেই তিনি মন্ত্রিত্ব থেকে সরে গিয়েছেন ৷ অবশ্য তাঁদের জায়গায় কারা আসতে চলেছেন, তা এখনও ঠিক হয়নি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩ মন্ত্রীই ইস্তফা দিয়ে দিয়েছেন ৷ তাঁদের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও, তাঁরা দলের হয়ে কাজ করবেন ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2018 6:25 PM IST